স্থান: নিউইয়র্ক
নায়ক : 28বছর বয়সী আদনান সৈয়দ
ঈদের দিনেও কাজে যাবে এই ভেবে আদনানের মন খারাপ। কিন্তু বাসায় থেকেই কি করবে তার উপর ছুটি নেওয়া হয়নি তাই সব হিসাব করে গাড়িটা নিয়ে বের হলো গন্তব্য উত্তর নিউইয়র্কের ইয়ংকোর্স।
বুকের মধ্যে হাহাকার বন্ধুর ঈদের আড্ডা , নতুন কাপড়ের গন্ধ , মায়ের হাতের সেমাই কিছুই
আজ নেই। হঠাৎ গ্যাসষ্টেশনের কাছে ব্রেক এবং ফোন 0576..........
তোমাদের এমন একটা দিনে তুমি অফিসের কথা চিন্তা করো কিভাবে? আমরা কি ক্রিসমাসে অফিস করি? অফিস করার কথা চিন্তা করা র কারনে তোমার শাস্তি হওয়া দরকার-চাকরি গেলে যাবে তবু আজ অফিসে যাবো না এই কথা চিন্তা অফিসে ফোন করে বসের এই কথা শুনে মনে হলো আনন্দে চিৎকার করি বলি আজ আমাদের ঈদ।
নিউইয়র্কের ঝকঝকে নীল আকাশ,গাছ-গাছালি,বাড়িঘর, মেপলবন, সবই ওর কাছে এক পলকে আপন হয়ে গেল। গাড়ির গতি বাড়িয়ে দিল লক্ষ্য ঈদের জামাত টা ধরা। তখন মনে গুনগুন করে গাচ্ছে রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদঁ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৬ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



