চারদলীয় জোট সরকারের শেষমুহূর্তে মন্ত্রী-সচিবসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা ভীতসন্ত্রসত্দ হয়ে পড়েছেন। তাদের শঙ্কা, সরকারি নিয়োগ-বদলি, টেন্ডার ও উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাসত্দবায়নে নানান অনিয়ম ও দুর্নীতির কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের বিরুদ্ধে দুর্নর্ীতি মামলা হতে পারে। দুর্নীতি দমন কমিশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভবিষ্যতে যাতে তাদের বিরুদ্ধে কোনো আলামত না পায় সেজন্য মন্ত্রীদের নির্দেশে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সরকারি নথি থেকে গুরুত্বপূর্ণ সারসংক্ষেপসহ নোট নষ্ট করে ফেলছেন।
সূত্রমতে, দলের নেতাকর্মী ও সমর্থকদের সন'ষ্ট করতে মন্ত্রীদের অনেক নির্দেশই নিয়মবহিভর্ূতভাবে লিখিতভাবে দিতে হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন ফাইলে এসব নির্দেশ সারসংক্ষেপসহ নোট আকারে উপস্থাপন করা হয়। সরকার পরিবর্তনের আগেভাগে বিভিন্ন মন্ত্রী ও ঝানু আমলারা সম্ভাব্য পরিণতি অাঁচ করতে পেরে ফাইলের নোটশিট থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ সংবলিত অর্ডার শিটের পাতা নষ্ট করে ফেলছেন।
সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ ফাইল থেকে মন্ত্রীর স্বাক্ষরিত সারসংক্ষেপ ছিঁড়ে ফেলা ও বিনষ্টের ক্ষেত্রে সংস্থাপন, প্রতিরক্ষা, ব্যাংকিং বিভাগ, এলজিআরডি, আইন বিচার ও সংসদ, ভূমি, স্বাস্থ্য, ডাক ও তার, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবরা এগিয়ে রয়েছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



