হাইকোর্ট জাতীয় সঙ্গীতকে বিভিন্ন মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে র"ল জারি করেছেন। বিচারপতি নজর"ল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জুবায়ের রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ জারি করেন। হাইকোর্টের অ্যাডভোকেট কালিপদ মৃধা আবেদনকারী হয়ে জনস্বার্থে এই রিট মামলা দায়ের করেন। রিটে পাঁচটি মোবাইল কোম্পানি, দৈনিক যুগান-রসহ 13 জনকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, জাতীয় সঙ্গীতকে মোবাইল কোম্পানি গ্রামীণফোন, একটেল, বাংলালিংক, সিটিসেল ও টেলিটক রিংটোন হিসেবে ব্যবহার করে। জাতীয় সঙ্গীত আইন-1978-এ কখন এবং কোথায় জাতীয় সঙ্গীত বাজানো যাবে তা বলা হয়েছে। কিন' মোবাইল কোম্পানিগুলো অর্থের বিনিময়ে 'আমার সোনার বাংলা'_ এই রিংটোন ব্যবহার করছে। এটা জাতীয় সঙ্গীত আইনের পরিপন্থী। বাদীপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ। তিনি আদালতে বলেন, মোবাইল কোম্পানিগুলোর বিজ্ঞাপনেও এই সঙ্গীত ব্যবহার করা হ"েছ_ যা আইনের পরিপন্থী। তিনি এ প্রসঙ্গে যুগান-রের ম্যাগাজিন 'বি"ছু'র উদাহরণ দিয়ে বলেন, যুগান-রে 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি'_ মোবাইল কোম্পানির এই বিজ্ঞাপন ছাপা হ"েছ। আদালত এ ব্যাপারে র"ল জারি করে আগামী ছয় সপ্তাহের মধ্যে এ র"লের জবাব দেয়ার জন্য নির্দেশ দেন।
মামলার বিবাদী 13 জন হ"েছন_ যুগান-র সম্পাদক, তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইজিপি, গ্রামীণফোন, একটেল, বাংলালিংক, সিটিসেল ও টেলিটক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



