খুব শিগগিরই ওয়েব পোর্টালের মাধ্যমে মোবাইল ফোনের রিংটন, ওয়াল পেপার, স্ক্রিন সেভার ও লোগো মোবাইল ফোনেই ডাউনলোড করা যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সেবা নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় ওয়েব পোর্টাল বাংলাদেশ ইনফো ডটকমের মোবাইল বিষয়ক ওয়েব পোর্টাল দেশী মোবাইল ডটকম (http://www.deshimobile. com) ও মোবাইল ফোনের কনটেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান উইনটেল লিমিটেড।
এই প্রতিষ্ঠানের সাম্প্রতিক চুক্তির আওতায় দেশী মোবাইল ডটকমের জন্য ওয়েবসাইট থেকে মোবাইল ফোনে ডাউনলোড করার উপযোগী যাবতীয় কনটেন্ট সরবরাহ করবে উইনটেল লিমিটেড। পাশাপাশি যে কোন কনটেন্ট নামানোর আগে এগুলোর প্রিভিউ দেশী মোবাইল ডটকম থেকে দেখে নেয়া যাবে কোনরকম খরচ ছাড়াই। গ্রামীণফোন, একটেল, সিটিসেল ও টেলিটকের গ্রাহকরা এই সেবা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, কনটেন্টগুলো (রিং টোন, ওয়াল পেপার, স্ক্রিন সেভার, লোগো) মোবাইল ফোনে নামাতে সংশ্লিষ্ট কনটেন্টের জন্য প্রচলিত চার্জই প্রযোজ্য হবে। কনটেন্ট ডাউনলোড করার জন্য দেশী মোবাইল ডটকমে লগঅন করে নাম নিবন্ধন করা যাবে কোনও খরচ ছাড়াই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



