কাল সকালে এক ভয়ানক বিপর্যয় ঘটবে। ধ্বংসলীলা চলবে পুরো একটা এলাকা জুড়ে। কল্পনাতীত ভয়,আতঙ্কের প্রহর কাটাবে সেখানের মানুষ গুলো। যারা বেঁচে যাবে তারা পেতে থাকবে প্রিয়জনের মৃত্যু সংবাদ।এর পর জন্ম নেবে আরো অনেক মানবিক বিপর্যয়ের।
আমি ঠিক ২৫শে ফেব্রুয়ারী কথা বলছি।তবে সময়টা ৩ বছর আগের,২০০৯ সালের।
আমি চাইছি না শহীদদের আত্মা শান্তি পাক,
আমি চাইছি না অপরাধীদের শাস্তি হোক,
আমি চাইছি না শহীদ পরিবার গুলোকে সমবেদনা জানাতে।
কারন...
আমি চাইছি তাঁরা শহীদ না হোক,
আমি চাইছি অপরাধ টা না ঘটুক,
আমি চাইছি পরিবার গুলো তাদের প্রিয় মানুষটাকে না হারাক।
............আপনারা দেখতে পাচ্ছেন না কিভাবে আপনাদের সাজানো বাগানটা এলোমেলো হয়ে গিয়েছে?কি অবর্ননীয় কষ্টের ভিতরে আছে আপনাদের প্রিয় মুখ গুলো।আরো অনেক বাগান আপনাদেরটার সাথে কিভাবে ধ্বংসস্তুপ এ পরিনত হয়েছে,দেখতে পাচ্ছেন না?
সব অসম্ভব কে সম্ভব করে,কঠিন সত্যটাকে মিথ্যে করে ফিরে কি আসা যায় না?,সময় টাকে ৩ বছর পিছনে নিয়ে আবার নতুন করে কি শুরু করা যায় না ২০০৯?
কাল সকালে ঘুম থেকে জেগে ২০০৯ এর অন্য ২৫শে ফেব্রুয়ারী দেখতে চাই , যেখানে আর এরকম কোনো বিপর্যয় আসবে না,স্বপ্নভঙ্গের কষ্ট থাকবে না কারো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




