ফরেক্স বেসিকস (পর্ব-১)
=============
ফরেক্স নিয়ে অনেকদিন ধরেই কিছু লিখবো ভাবছিলাম। আমাদের দেশে ফরেক্স এর ব্যাপারটি একেবারেই নতুন। স্টক মার্কেটের মতই এটা বেশ ঝুঁকিপূর্ণ জায়গা, বরং এখনে ঝুঁকির মাত্রা অনেক বেশি। এখানে ট্রেড করতে হলে অনেক বেশি জ্ঞান ও অভিজ্ঞতার দরকার হয়। ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু কথা প্রচলিত আছে। যেমন - ফরেক্স মার্কেটে ৯০% লোক কখনো লাভ করতে পারে না, ফরেক্স মার্কেট কখনো ঘুমায় না, ফরেক্স মার্কেটে মন্দা বলেকিছু নেই। এই বাক্যগুলো ফরেক্স মার্কেটের কিছুটা চরিত্র তুলে ধরে। ফরেক্স মার্কেট ঝুঁকিপূর্ণ যেমন তেমনি ঠিকভাবে করতে পারলে এটা অনেক লাভজনক । বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে অতটা ভালো বুঝেন না, তারাও দক্ষ ট্রেডারদের ট্রেড কপি করে লাভ করছেন। ফরেক্স সম্পর্কে যারা আগ্রহী , আমার এই লেখা তাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস।
১(১) ফরেক্স কিঃ
=========
ফরেন এক্সচেঞ্জ এর সংক্ষিপ্ত রূপ হল ফরেক্স। আপনি যদি বিদেশে যান তাহলে আপনার নিজের দেশের টাকা ওই দেশের মুদ্রায় পরিবর্তন করতে হয়। ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশের মুদ্রা অন্য কোন দেশের মুদ্রায় রূপান্তরিত করতে হয়। এটাই ফরেন এক্সচেঞ্জ। আপনার যখন নিজ দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় পরিবর্তন করার দরকার হয় তখন আপনি হয় কোন মানি একচেঞ্জে যান বা কোন ব্যাংকে যান। তেমনি এক দেশের সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্যের জন্য যখন বড় অংকের মুদ্রার লেনদেন করার দরকার হয় তখন তারা কোন বড় ব্যাংকে গিয়ে তা করে থাকেন। এতে বড় কোন ব্যাংক কারেন্সির মূল্য ইচ্ছেমত নির্ধারণের সুযোগ পেতে পারে, এজন্য বাজারে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে মুদ্রার দাম নির্ধারণের জন্য বিশেষ ধরণের ওভার দা ট্রেড (ওটিসি) কাউন্টারের মাধ্যমে ফরেন কারেন্সির মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। নব্বই দশকের আগেও বড় বড় ব্যাংকের একের সাথে অন্যের কারেন্সির আদান প্রদান করা হত। ইন্টারনেটের কল্যাণে সাধারণ মানুষের কাছে এই ট্রেডে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় ফিন্যান্সিয়াল মার্কেট। বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার এই বাজারে দৈনিক লেনদেন এর পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন ডলার (৪০০০ বিলিয়ন ডলার বা ৪ লক্ষ কোটি ডলার), বিশ্বের সবচেয়ে বড় স্টক মার্কেট নিউইয়র্ক স্টক একচেঞ্জের লেনদেন এর পরিমাণ ফরেক্স মার্কেটের মাত্র ৪%। ফরেক্স মার্কেট কখনো ঘুমায় না। সপ্তাহের প্রতি সোমবার বাংলাদেশ সময় ভোর ৪ টা থেকে শুরু হয়ে টানা ৫ দিন ১২০ ঘন্টা লেনদেন এর পর তা শেষ হয় বাংলাদেশ সময় শনিবার ভোর ৪ টা পর্যন্ত। ৪ টি সেশনে এই লেনদেন সম্পন্ন হয়। প্রতি সেশন চলে একটানা ৯ ঘন্টা। ভোর ৪ টা থেকে শুরু হয় সিডনি সেশন এবং তা চলে দুপুর ১ টা পর্যন্ত। সকাল ৬ টা থেকে শুরু হয় টোকিও সেশন এবং তা চলে দুপুর ৩ টা পর্যন্ত। দুপুর ২ টায় শুরু হয় লন্ডন সেশন এবং তা চলে রাত ১০ টা পর্যন্ত, সন্ধ্যা ৭ টা থেকে নিউইয়র্ক সেশন শুরু হয়ে তা চলে ভোর ৪ টা পর্যন্ত, এরপর আবার সিডনি সেশন শুরু হয়।এভাবে সপ্তাহে টানা ৫ দিন ফরেক্স মার্কেটে ট্রেড চলে। প্রতি সেশন ৯ ঘন্টা করে ৪ সেশনে ৩৬ ঘন্টা লেনদেনহয় ফলে দৈনিক ১২ ঘন্টা ২ টি সেশন ওভারল্যাপ হয়। সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিডনি ও টোকিও সেশন, দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত টোকিও ও লন্ডন সেশন , সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত লন্ডন ও নিউইয়র্ক সেশন। ২ টি সেশন একসাথে চালু থাকার কারণে এ সময়ে লেনদেন ও বেশি হয়।
১(২) ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে কিভাবে আয় করা যায়?
==============================
যে কোন দেশের অর্থনীতি সেই দেশের মুদ্রার মান নির্ধারণে সহায়তা করে। যেইদেশের অর্থনীতি যত ভালো সেই দেশের মুদ্রা তত শক্তিশালী। ধরুন আজকে ১ ইউরোর বিনিময় হার ১.৩১০০ ডলার। আগামী দিন ইউরোর খুব ভালো একটা নিউজ আসলো ( যেমন তাদের মোট বিনিয়োগ আগের মাসের তুলনায় ২% বেড়েছে)। এর ফলে ইউরো ডলারের বিপরীতে শক্তিশালী হবে এবং পরদিন ইউরোর দাম ডলারের চেয়ে বাড়বে। ধরে নিচ্ছি পরদিন ১ ইউরো = ১.৩১৫০ ডলার হল, তাহলে প্রতি ইউরোর দাম ০.০০৫০ বাড়লো। এখানে দশমিকের পরের তৃতীয় ও চতুর্থ ঘরকে বলে পিপ। অর্থাৎ এখানে ইউরোর দাম প্রতি ডলারে ৫০পিপ বেড়ে গেলো। যদিও ১ ইউরোর বিপরীতে এই ক্ষুদ্র পরিবর্তন খুব কম মনে হচ্ছে , কিন্তু কেউ যদি ১ লক্ষ ইউরো কিনতে চায় তাহলে তাকে আগের চেয়ে ৫০০ ডলার বেশি গুণতে হবে। আপনি যদি আজকে ১.৩১০০ বিনিময় হারে ১ লক্ষ ইউরো কিনে রাখেন এবং পরদিন ১.৩১৫০হারে বিক্রি করেন তাহলে ১৩১০০০ ডলারের উপর আপনার ৫০০ ডলার লাভ হল। এভাবে ফরেক্স মার্কেটে লাভ বা ক্ষতি হয়ে থাকে।
১(৩) ফরেক্স কিভাবে শেখা যায়?
=================
ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ মার্কেট।এখানে আপনি মানি ম্যানেজমেন্ট ঠিকমত করতে না পারলে আপনার পুরা মূলধন ১ দিনে কিংবা কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যেতে পারে। আপনাকে যে বিষয়গুলোর উপর খুব দক্ষ হতে হবে তা হলঃ
(ক) ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর উপর খুব দক্ষ হতে হবে। সেন্টিমেন্ট এনালাইসিস করতে হবে।
(খ) মানি ম্যানেজমেন্ট খুব কঠোরভাবে মেনে চলতে হবে।
(গ) ট্রেডিং ডিসিপ্লিন মেনে চলতে হবে
(ঘ) একটা ট্রেডিং সিস্টেম মেনে চলতে হবে।
উপরের ৪ টি বিষয় ঠিকমত মেনে চললে ফরেক্স মার্কেটে আপনি টিকে থাকবেন এবং নিয়মিত লাভ করতে থাকবেন। ফরেক্স এর একেবারে বেসিক বিষয়গুলো আমি সহজ ভাষায় লেখার চেষ্টা করবো। মনে রাখবেন, ফরেক্স মার্কেটের ঝুঁকি অন্যসব মার্কেটের চেয়ে বেশি,আবার লাভের সম্ভাবনাও বেশি। সাধারনভাবে বলা হয়ে থাকে, ৯০% ট্রেডার ফরেক্স মার্কেট থেকে কখনো লাভ করতে পারে না। একজন সফল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য প্রচুর পড়াশোনা, কঠোর পরিশ্রম , ধৈর্য্য, সাহস আর মনোবল থাকার প্রয়োজন। ফরেক্স মার্কেট এত বড় যে কোন ব্যক্তি বা সিন্ডিকেট এর পক্ষে এটাকে ম্যানিপুলেট করা একেবারেই অসম্ভব। ফরেক্স মার্কেট দ্রুত ধনী হওয়ার কোন যায়গা নয়। যারা দ্রুত ধনী হতে চেয়েছে তারা দ্রুতপুঁজি হারিয়ে ফরেক্স মার্কেট থেকেও হারিয়ে গেছে। ফরেক্স মার্কেটে ট্রেডিং কে পুরাপুরি একটা পেশা বলা যেতে পারে। আপনি যদি মনে করে থাকেন এটা জুয়ার বাজার, হয় লাভ না হয় লস হবে, কখনো বড় লাভের পর বেরিয়ে যাবো, তাহলে এই বাজার আপনার জন্য নয়।
১(৪) ফরেক্স মার্কেটের সুবিধাঃ
================
- আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
- মাত্র ১ ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করা সম্ভব। তাছাড়া প্রায় সব ব্রোকারই আপনাকে ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দিয়ে থাকে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে। তাই প্রথমে আপনি নিখরচায় ডেমো ট্রেড করে নিজেকে প্রস্তুত করে নিতে পারেন এবং ডেমো ট্রেড করে সাফল্য ফেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
- ফরেক্স মার্কেট পরিধি অনেক বড় এবং এই মার্কেটকে ম্যানিপুলেট করা সম্ভব না। পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে নিউইয়র্ক স্টক মার্কেট এবং ফরেক্স মার্কেটের আকার তার থেকেও ২৫ গুন বেশি। মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
- ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই খুব অল্প মার্কেট মুভমেন্ট থেকেই আপনি ভাল প্রফিট করতে পারবেন।
- স্ক্যালপিং ফরেক্স এ খুব জনপ্রিয় একটি শব্দ। এর মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য একটা ট্রেড ওপেন এবং ক্লোজ। ফরেক্স মার্কেটের খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভব। অনেকেই ১০ বা ১৫ সেকেন্ডের জন্য একটি ট্রেড ওপেন এবং প্রফিট পেলে তা নিয়ে ট্রেড থেকে বের হয়ে যায়।
- ফরেক্স মার্কেট সোম থেকে শুক্র, সপ্তাহের ৫ দিনই দিবা-রাত্রি ২৪ ঘণ্টার জন্য খোলা থাকে। আর তাই, আপনি ব্যাবসায়ি হোন বা চাকুরিজীবী, ফরেক্স মার্কেটে আপনি আপনার সুবিধামত ট্রেড করতে পারবেন।
- ফরেক্স ট্রেডিং আপনি বাসায় বসেই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর তাই পরিবারকে প্রচুর পরিমানে সময় দিতে পারবেন।
- ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে সব কিছু অনলাইনে করতে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র করাও অনেক সহজ।
- আপনি যদি ভাল ট্রেড করতে পারেন, তাহলে অনেকেই আপনার সাথে ডিপোজিট করতে উৎসাহিত হবে এবং সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।
- সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এই মার্কেট থেকে প্রচুর পরিমানে আয় করতে পারবেন।
উল্লেখ করা বাঞ্ছনীয়, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। ফরেক্স মার্কেট থেকে যে কেউই কোন কিছু না জেনেও হয়ত প্রথম দিকে অনেক আয় করতে পারেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট স্টক মার্কেটের মতই চ্যালেঞ্জিং। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।
আর একটি কথা, ফরেক্স মার্কেটে মন্দা বলে কিছু নেই। কারন স্টক মার্কেটে আপনি শুধু buy করতে পারেন, ফরেক্স মার্কেটে buy বা sell উভয়ই করতে পারবেন।
১(৫) ফরেক্স ট্রেডিং এর জন্য কি কি লাগবে?
========================
একটি ইন্টারনেট কানেকশন সহ কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন। ফরেক্স ট্রেড করতে হলে সর্বপ্রথম আপনাকে কোনো একটি ফরেক্স ব্রোকারের সাথে অ্যাকাউন্ট ওপেন করতে হবে ও তাতে ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট খুব সহজেই ২ মিনিটে অনলাইনে ওপেন করা যায়। আপনি বিভিন্ন অনলাইন মুদ্রা যেমন পেপাল, অ্যালার্ট পে, লিবার্টি রিজার্ভ ইত্যাদি দিয়ে তাৎক্ষণিক আপনার আকাউন্টে ডিপোজিট করতে পারেন ও ফরেক্স ট্রেড করা শুরু করতে পারেন।
তবে সাধারনত অধিকাংশ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ওপেনিং এর পরে, আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন।
আপনার অ্যাকাউন্টে ডিপোজিট সম্পন্ন হলে আপনি ট্রেড করা শুরু করতে পারবেন। ফরেক্স ট্রেডিং অনলাইনে সফটওয়ারের মাধ্যমে করতে হয়। এই সফটওয়ার আপনি বিনামূল্যে আপনার ব্রোকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়ারটি ইন্সটল করে ব্রোকার প্রদত্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তাতে সাইন ইন করলেই বিভিন্ন পেয়ারের চার্ট ও মূল্যতালিকা লোড হবে এবং আপনি আপনার ট্রেড ওপেন/ক্লোজ করতে পারবেন।
আমাদের দেশ থেকে ফরেক্স মার্কেটে বিনিয়োগ করতে হলে আপনি ব্যাংক এর মাধ্যমে জমা দিতে পারবেন না। সেক্ষেত্রে অন লাইনপেমেন্ট প্রসেসর এর মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে। আমাদের দেশ থেকে আপনি মানি বুকারস, এলার্ট পে বা লিবার্টি রিজার্ভ এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যাদের এসব অনলাইন পেমেন্ট প্রসেসর এ একাউন্ট আছে তাদের কাছ থেকে আপনাকে ডলার কিনতে হবে। ডলার বেচা কেনার জন্য ফেসবুকে কয়েকটি পেজ পাবেন। কিছু ফোরাম ও এই সুবিধা দিয়ে থাকে। মানি লন্ডারিং এর আওতামুক্ত থাকার জন্য ব্রোকাররা আপনি যে মাধ্যমে ডলার জমা দিবেন ঠিক সেই মাধ্যমেই আপনাকে টাকা তুলতে দেবে। কয়েকটি ব্যাংকের মাধ্যমে আপনার অনলাইন পেমেন্ট প্রসেসর একাউন্ট থেকে সরাসরি আপনার একাউন্টে টাকা আনতে পারবেন। দেশি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন না। তবে অন লাইনপেমেন্ট প্রসেসর একাউন্টের বিপরীতে আপনাকে মাসটার বা ভিসা কার্ড দেওয়া হলে আপনি তা দিয়ে টাকা জমা করতে পারবেন বা তুলতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১২ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




