ফরেক্স বেসিকস (পর্ব-৪)
=============
এ পর্বে ফরেক্স একাউন্ট ওপেনিং এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো।
৪(১) ফরেক্স আকাউন্ট ওপেনিং :
----------------------------
ফরেক্স একাউন্ট ওপেন করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, ঠিকানা, ই মেইল এড্রেস দিতে হয়, এর সাথে আরো কয়েকটি টেকনিক্যাল বিষয় সিলেক্ট করতে হয় যা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি। এ বিষয়গুলো হল- সোয়াপ, লেভারেজ, একাউন্ট কারেন্সি, একাউন্ট টাইপ এবং ভেরিফিকেশন ডকুমেন্টস।
Swap (সোয়াপ) হছে সুদ। আপনি সোয়াপ অপশন সিলেক্ট করলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এর উপর ভিত্তি করে আপনি যে ট্রেড ওপেন করবেন, তার উপর সুদ অর্জন করবেন অথবা আপনাকে সুদ দিতে হবে। আপনি সুদ না নিতে চাইলে Swap কে No সিলেক্ট করুন। সোয়াপ কিভাবে হিসাব করা হয় তার একটি উদাহরণ দিচ্ছি।ধরুন, আপনি ১ লট ইউরো ডলার কিনলেন। এখন ইউরোর সুদের হার ডলারের চেয়ে বেশি হলে আপনার একাউন্টে সোয়াপ যোগ হবে আর ইউরোর সুদের হার ডলারের চেয়ে কম হলে আপনাকে সোয়াপ দিতে হবে, অর্থাৎ আপনার একাউন্ট থেকে সোয়াপ কেটে রাখা হবে।
Leverage (লেভারেজ) হচ্ছে ঋণ সুবিধা। ব্রোকার ভেদে লেভারেজ সুবিধা ১:১ থেকে ১:১০০০ পর্যন্ত হতে পারে। আপনি যদি ১:১০০ লেভারেজ সুবিধা নেন তাহলে ১ডলার জমা দিয়ে ১০০ ডলারের ট্রেড করতে পারবেন। লেভারেজ এর সুবিধা অসুবিধা দুইই আছে। লেভারেজ বেশি হলে আপনি বেশি ট্রেড ওপেন করতে পারবেন বা বড় ট্রেড ওপেন করতে পারবেন। তবে বেশি লেভারেজ নিলে আপনার মূলধণ যেমন অল্প সময়ে দ্বিগুণ হয়ে যেতে পারে তেমনি ৫/১০ মিনিটের মধ্যেই আপনি আপনার মূলধণ হারিয়ে ফেলতে পারেন। যে পরিমান মার্কেট মুভমেন্ট আপনার অনুকুলে হলে আপনার ব্যালেন্স দ্বিগুন হবে, ঠিক একই পরিমান মার্কেট মুভমেন্ট আপনার বিপক্ষে গেলে আপনার ব্যালেন্স শূন্য হবে। ছোট মূলধণের একাউন্ট হলে ১০০/২০০পর্যন্ত লেভারেজ নেওয়া যেতে পারে, স্ট্যান্ডার্ড একাউন্ট হলে ১০০ পর্যন্ত লেভারেজ নেওয়া যেতে পারে।
Account Currency (অ্যাকাউন্ট কারেন্সি) - বিভিন্ন ব্রোকারে বিভিন্ন ধরণের কারেন্সি দিয়ে একাউন্ট ওপেন করার সুযোগ দেয়। যেমন- ইউরো, ডলার, পাউন্ড, ইয়েন ইত্যাদি। বাংলাদেশ থেকে ডলার একাউন্ট করাই ভালো।
Account Type আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে ফরেক্স ব্রোকাররা বিভিন্ন রকম অ্যাকাউন্ট অফার করে। প্রতিটি ফরেক্স ব্রোকারের অফার স্বতন্ত্র। আপনার ডিপোজিট ১০০০ ডলার এর কম হলে Micro, ১০০০ - ১০,০০০ ডলার হলে Mini এবং ১০,০০০ ডলার বা তার উপরে হলে Standard সিলেক্ট করতে পারেন।
Account and address Verification:
অনেক ফরেক্স ব্রোকার তাদের সাথে অ্যাকাউন্ট ভেরিফাই করা ছাড়া ডলার জমা/উত্তোলন (deposit/withdrawal)করতে দেয় না অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপ করে। এটা করতে তারা বাধ্য হয় তাদের রেগুলেটরদের মানি লন্ডারিং নীতিমালা মেনে চলার জন্য। একাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার ২ ধরণের ডকুমেন্ট স্ক্যান করে আপনার একাউন্ট থেকে আপলোড করতে হবে। একটি হল আপনার যে কোন ফটো আইডি(পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / ন্যাশনাল আইডি ) এবং এড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট( যে কোন ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ / গ্যাস / পানির বিল অথবা ইন্টারনেট/মোবাইল বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট)। কোন কোন ব্রোকারে টি আই এন ডকুমেন্ট চাইতে পারে, আপনি যদি ট্যাক্স পেয়ার না হন তাহলে Non Tax payer লিখে দিলেই চলবে। বিভিন্ন দেশের নিয়ম কানুনবিভিন্ন হবার কারণে কোন কোন ব্রোকার সব ডকুমেন্ট নাও চাইতে পারে। একাউন্ট ওপেনিং এর আগে না চাইলেও অনেকব্রোকার মানি উইথড্র করার সময় এই ডকুমেন্ট গুলো চাইতে পারে। তাই আগেই একাউন্ট ভেরিফাই করে নেওয়া ভালো। স্ক্যান করার পর আপলোডের সময় ইমেজটিকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে সেভ করে আপলোড করা ভালো, এতে ফাইল সাইজ ছোট হয় এবং আপলোড করা সহজ হয়। যদি আপনার ফাইল সাইজ ১ মেগাবাইটের বেশি হয় তাহলে তাকে ছোট করে নিন। এজন্য পেইন্ট এ গিয়ে আপনার ডকুমেন্টটি ওপেন করুন ,এরপর মেনু বার থেকে ইমেজ অপশনে গিয়ে stretch/skew সিলেক্ট করলে একটা ডায়ালগ বক্স আসবে, এখানে stretch এর জন্য ২ টি অপশন পাবেন- vertical ও horizontal, এখানে ভার্টিক্যাল ও হরাইজন্টাল ভ্যালু ১০০ এর পরিবর্তে ৫০/৪০ করে দিন , দেখবেন ১ মেগাবাইটের ফাইল ১০০ কিলোবাইট হয়ে গেছে। আমাদের এখন সব প্রাপ্তবয়স্ক নাগরিকের ন্যাশনাল আইডি আছে, কাজেই ফটো আইডি নিয়ে কোন সমস্যা হবার কথা না, ইউটিলিটি বিলের ক্ষেত্রে যদি আপনার নামে বিল না হয় তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনি বিকল্প হিসেবে মোবাইল এর পোস্ট পেইড এড্রেস বা ডেবিট বা ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন। আপনার একাউন্ট ভেরিফাই না করলে আপনি মানি উইথড্র এর সময় ঝামেলায় পড়তে পারেন। এড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ইংরেজিতে লেখা থাকতে হবে। আপনার একাউন্ট ভেরিফাই করার মত কোন ডকুমেন্ট না থাকলে আপনি একটি পাসপোর্ট করিয়ে নিতে পারেন।
৪(২) Deposit and Withdraw:
----------------------------
আমরা বাংলাদেশীরা একটা ব্যাপার নিয়ে অনেক ভুক্তভোগী। আমাদের দেশে পেপাল নেই। তাই আমরা দেশে অনলাইন থেকে সহজে টাকা আনতে পারি না। বাংলাদেশ থেকে ব্যাংক ট্রান্সফার করে বাইরে টাকা পাঠানোর অনুমতি নেই। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আপনি দেশ থেকে টাকা ডিপোজিট করতে পারবেন না। কিভাবে ফরেক্সে ডিপোজিট করবেন? আপনি ecurrency এর মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে পারেন। পেপাল এর মত অনেক অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে। বহুল ব্যবহৃত পেমেন্ট প্রসেসর হচ্ছে Liberty Reserve (LR), AlertPay (AP), ও MoneyBookers (MB) । এছাড়া আরো অনেক পেমেন্ট প্রসেসর আছে ,যেমন- ওয়েবমানি(Web Money), পারফেক্ট মানি(Perfect Money), জিরো পে(Giropay), পোস্টাপে(Postepay), নেটেলার(Neteller), ইউ ক্যাশ(Ukash), ক্যাশ ইউ (cashU),আইডিয়াল(iDEAL), সফোর্ট(sofort), টেলিইনগ্রেসো(teleingresso), পিআরজেলেভি টুয়েন্টি ফোর(przelewy24) ইত্যাদি। আপনি এসবের মাধ্যমে অনলাইনে ফরেক্সে ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড/ভিসা কার্ড দিয়েও ডিপোজিট করতে পারবেন।আপনি আপনার ফ্রি-ল্যান্সিং বা অনলাইন থেকে আয় করা ডলার ফরেক্সে ডিপোজিট/ইনভেস্ট করতে পারেন। অনলাইন পেমেন্ট প্রসেসর হিসেবে মানিবুকারস, লিবার্টি রিজার্ভ বা এলার্টপে সিলেক্ট করাই ভালো। প্রায় সব ব্রোকারই এই ৩ টির মধ্যে যে কোন একটি সাপোর্ট করে থাকে।
MoneyBookers: ফরেক্সে ডিপোজিট করার জন্য মানিবুকারস ভাল একটি পেমেন্ট প্রসেসর। অনেক ব্রোকার মানিবুকারস সাপোর্ট করে। মানিবুকারসের আলাদা একটি সুবিধা রয়েছে। আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। আপনি আপনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন।
নিচের লিঙ্ক ব্যবহার করে মানি বুকারস এ একাউন্ট করতে পারেনঃ
https://www.moneybookers.com/app/?rid=27944665
Alertpay: অনেক ব্রোকার অ্যালার্ট-পে সাপোর্ট করে। তবে তা লিবার্টি রিসার্ভ এবং মানিবুকারসের মত এতো বেশী নয়। মানিবুকারসের মতোঅ্যালার্ট-পে থেকেও আপনি সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। এছাড়া অ্যালার্ট-পের আলাদা ডেবিট মাস্টারকার্ড রয়েছে। আপনি ২০$ এর বিনিময়ে তা সংগ্রহ করে সেই মাস্টারকার্ডের মাধ্যমে ATM Booth থেকেই টাকা উইথড্র করতে পারবেন।
নিচের লিঙ্ক ব্যবহার করে এলার্ট পে একাউন্ট করতে পারেনঃ
Click This Link
Liberty Reserve: ফরেক্সে ডিপোজিট করার জন্য লিবার্টি রিসার্ভ ও ভালো পেমেন্ট প্রসেসর। কারন প্রায় সব ব্রোকার লিবার্টি রিসার্ভ সাপোর্ট করে। আপনার পছন্দের অধিকাংশ ব্রোকারে আপনি লিবার্টি রিসার্ভ দিয়ে ডিপোজিট করতে পারবেন। লিবার্টি রিসার্ভ সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করা যায় না। তাই আপনি যখন আপনার প্রফিট উইথড্র করতে চাবেন, অনলাইনে অনেক এক্সচেঞ্জার সাইট আছে যারা আপনাকে লিবার্টি রিসার্ভ এক্সচেঞ্জ করে আপনাকে ব্যাংক ট্রান্সফার করে দিবে।
নিচের লিঙ্ক ব্যবহার করে লিবার্টি রিজার্ভ একাউন্ট করতে পারেনঃ
http://www.libertyreserve.com/?ref=U2199041
Mastercard: অনেক ব্রোকার তাদের ট্রেডারদের মাস্টারকার্ড প্রদান করে থাকে। সেই মাস্টারকার্ডের মাধ্যমে আপনি ATM Booth থেকেই টাকা উইথড্র করে নিতে পারবেন।
ফরেক্স ব্রোকারগুলোর নিয়ম হল আপনি যে পেমেন্ট প্রসেসর দিয়ে ডিপোজিট করবেন, আপনাকে সেই পেমেন্ট প্রসেসর এবং সেই অ্যাকাউন্টেই উইথড্র করতে হবে। কিন্তু কিছু কিছু ব্রোকার যে মাধ্যম দিয়েই ডিপোজিট করা হোক না কেন, ব্যাংক বা তাদের মাস্টারকার্ডের মাধ্যমে উইথড্র করতে দেয়।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১২ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




