হোয়াইট হাউজের অফিসিয়াল পেজে যে কেউ কোন বিষয়ে পিটিশন দায়ের করতে পারেন। পিটিশন করার ১ মাসের মধ্যে ১ লক্ষটি সাইন হলে মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং ওই বিষয়ে বিবৃতি দিয়ে থাকেন, আর কমপক্ষে ২৫ হাজার সাইন হলে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা ওই বিষয়ে বিবৃতি দেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগের চলমান আন্দোলনের প্রতি সংহতি ও জামাত শিবিরের কার্যকলাপের নিন্দা জানানোর জন্য ২ টি পিটিশন করা হয়েছে, অপরদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর বিপক্ষে ২ টি পিটিশন করা হয়েছে।
১। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের জন্য করা পিটিশনে (শিরোনামঃ Express solidarity with the protesters in Bangladesh who are seeking justice for the war crimes of 1971.) এ পর্যন্ত (৮ মার্চ রাত ১১ টা৫২) সাইন হয়েছে ২৬৩৭৩ টি। ৬ ফেব্রুয়ারীতে করা এই পিটিশনে সাইন করা যাবে ১৫ ই মার্চ পর্যন্ত। এই পিটিশনে সাইন করতে
এখানে ক্লিক করুন।
২। জামাত শিবিরের চলমান সন্ত্রাসী কার্যকলাপের উপর নিন্দা জানানোর জন্য করা পিটিশনটি ( শিরোনামঃ Publicly Condemn the Jamaat-e-Islami's Ongoing Terrorism in Bangladesh) করা হয়েছে গতকাল ৭ মার্চ তারিখে, আর এখানে সাইন করা যাবে ৬ এপ্রিল পর্যন্ত। এ পর্যন্ত সাইন হয়েছে ৪৪৭ টি। এই পিটিশনে সাইন করতে এখানে ক্লিক করুন।
৩। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে ২ টি পিটিশন করা হয়েছে, এদের শিরোনাম হচ্ছে (১) Express concern against the International War Crime Tribunal and Mob Justice in Bangladesh এবং (২) Demand Fair Trials for Bangladesh Opposition Leaders, and Stop Their Execution by Government Exploiting Public Sentiment. পিটিশন দুটি করা হয়েছে ১৬ ফেব্রুয়ারী তারিখে এবং সাইন হয়েছে যথাক্রমে ৬০৩০৭ ও ৩০৪৪ টি।
এই পিটিশন দুটি জামাত শিবিরের চিরাচরিত মিথ্যাচারের আরো কিছু নমুনা। প্রথমোক্ত পিটিশনটির বিরুদ্ধে একটি কাউন্টার পিটিশন করা হয়েছে। পিটিশনটির শিরোনাম হচ্ছে - Oppose the Petition on "Express concern against the International War Crime Tribunal and Mob Justice in Bangladesh". জামাত শিবিরের উল্লিখিত পিটিশনের বিরুদ্ধে সাইন করার জন্য এখানে ক্লিক করুন।
একইসাথে এই লিঙ্কটি ছড়িয়ে দিন ফেসবুক, ট্যুইটার সহ সব সামাজিক যোগাযোগের মাধ্যমে। ১ লক্ষ সাইন করা হলে ওই পিটিশন সম্পর্কে ওবামা প্রশাসনের বক্তব্যের সাথে সাথে এই কাউন্টার পিটিশন এর বক্তব্যও আসবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




