বাংলাদেশে রেনিটিডিন আমদানি, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা l
গ্যাস্ট্রিকের বহুল ব্যবহৃত রেনিটিডিন ওষুধের আমদানি, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা।
গ্যাস্ট্রিকের চিকিৎসায় বহুল ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ওষুধের উৎপাদন, আমদানি ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ রবিবার, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আলোচনা শেষে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, রেনিটিডিন ওষুধে ক্যান্সারসহ বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকার প্রমাণ পাওয়া গেছে। এই প্রেক্ষিতে ওষুধ প্রশাসন রেনিটিডিনের নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে, বাজারে থাকা রেনিটিডিন ওষুধ বাজার থেকে উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয় ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে।
সম্প্রতি রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সারের উপাদানের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে, ওষুধ সম্পর্কে সতর্কবার্তাও জারি করেছে সংস্থা দু’টি।
এরপরই, এ নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়।
সংস্থা দু’টি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান্ডোজের তৈরি রেনিটিডিন ক্যাপসুলের মধ্যে ‘এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ)’ নামে পরিবেশ দূষণজনিত উপাদানের উচ্চমাত্রার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এরপর, কোম্পানিটি তাদের এই ওষুধ বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



