খুলনা থেকে বদরুল ইসলাম নামে একজন গতকাল ইমেইলে জানালেন তার কিছু মূল্যবান ডকুমেন্ট (সার্টিফিকেট, জমির দলিল ইত্যাদি) স্ক্যান করে ইমেইলে এটাচমেন্ট করতে চান। সময়ের অভাবে তিনি একাজটি করতে পারছেন না।গতকাল সামুতে আমার লেখা ব্লগটি পড়ে তিনি আমাকে কাজটি অফার করলেন।
মোট ডকুমেন্টের সংখ্যা ১১১ টি।মূল ডকুমেন্ট না পাঠিয়ে তিনি ফটোকপি পাঠাবেন। ফটোকপিগুলো স্ক্যান করে ইমেইলে এটাচড করে পাঠাতে হবে।প্রতিটা ডকুমেন্ট স্ক্যান করে এটাচড করার জন্য তিনি ১০ টাকা করে পারিশ্রমিক দেবেন।পুরো কাজ শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যে।
আমি হিসেব করে দেখলাম পুরো কাজটি করতে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। আর কাজটি করে আমি পারিশ্রমিক হিসেবে পাব ১১১*১০= ১১১০ টাকা।পারিশ্রমকটা নেহায়েৎ কম নয়। ওডেস্কে দেশের বাইরের এ ধরনের কাজ করেও আমি প্রায় এ পরিমাণ পারিশ্রমিকই পাই।তাছাড়া ওডেস্ক তাদের ফি কেটে রাখে।বাইরে থেকে ডলার আনাটাও বেশ ঝামেলার ব্যাপার।সুতরাং এক্ষেত্রে আমার লাভ কম নয়। তাছাড়া দেশের মানুষের কাজ করার তৃপ্তিও বেশি। তাই আমি সানন্দে রাজি হয়ে গেলাম।
বদরুল ভাই আজকে কুরিয়ার সার্ভিসে ডকুমেন্টগুলো আমার ঠিকানায় পাঠিয়েছেন। আগামীকাল সেগুলো হাতে পেলে একদিনের মধ্যে পুরো কাজ শেষ করতে পারব।এটি হবে আমার করা দেশের ভেতরের আউট সোর্সিংয়ের প্রথম কাজ।সম্ভবত এভাবে দেশের ভেতরের কাজ এদেশে কেউ আগে করেন নি। যদি তাই হয় তাহলে নিঃসন্দেহে এটি এদেশের ফ্রি ল্যান্সিং পেশার একটি মাইল ফলক। আমার এ অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান সামুর। সামুতে ব্লগ লিখেই আমি এ কাজটি পেলাম। তাই সব ব্লগার বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি।দেশীয় আউট সোর্সিং জগতে আমার এ অর্জন আমি উৎসর্গ করতে চাই সামুর সকল ব্লগার ও এদেশের সকল মুক্ত পেশাজীবিদের উদ্দেশ্যে। সেই সাথে সবার প্রতি একটিই অনুরোধ দেশীয় আউট সোর্সিং পেশার বিকাশে যে যার অবস্থান থেকে একটু কাজ করুন। দেশে আউট সোর্সিংযের বাজার বিকশিত হলে আমরা বিদেশের আউট সোর্সিংযের বাজারেও আরো বেশি সফল ভাবে কাজ করতে পারব।
সবশেষে আবার আমার ইমেইল ঠিকানাটি [email protected] দিয়ে দিচ্ছি। আমাকে ইমেইলে যে কোন কাজের অফার দিতে পারেন। কারণ আমিও আপনার কাজ করতে পারি
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




