ভালোবাসা তুমি কী?
তুমি কি সাধারন, না কি অসাধারন?
তোমাকে কি স্পর্শ করা যায়?
নাকি তুমি সুধু মানব মানবীর কল্পনায়?
তোমাকে পেতে কেউ অনেক নিচে নামে
কেউ বা আবার তোমার জন্য সর্বস্ব বাজী ধরে।
তোমাকে ধরতে কেউ করে ভয়ংকর অপরাধ
কেউ বা আবার তোমার ছোয়ায় হয় নিষ্পাপ।
ভালোবাসা তুমি সবার উপর
তুমিই সেরা, তোমার জন্যই টিকে আছে ধরণী
বেঁচে আছি মোরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




