যখন চাঁদ উঠে যাবে মধ্য আকাশে
যুমিয়ে পড়বে সবাই
ঘুমন্ত রুপ নিবে চিরচেনা এ ঢাকা নগরী,
তখনো জেগে থেকো তুমি।
বারান্দায় গিয়ে একটু দাড়াও,
তাকিয়ে থাকো দূরে দূরে বহু দূরে
রাতের অসীম আকাশের দিকে,
অজানা ভালোলাগায় মনটা তোমার ভরে যাবে।
তারপর একবার ভেবে দেখো
আমাকে কি ক্ষমা করা যায়!
আমার সাথে কি কথা বলা যায়!
আমিও রাতজাগা পাখি হয়ে বসে থাকব
তোমার একটি ফোনের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




