আমি আমার এক মামাতো বোন কে খুব পছন্দ করতাম।সাহসের অভাবে কোনদিন তাকে মনের কথাটি বলতে পারি নি।একসময় চিন্তা করলাম মোবাইলে ওর সাথে অন্যপরিচয়ে প্রেম করব তারপর দেখাকরে সব খুলে বলব,কারন আমি ভয় পাচ্ছেলাম যে যদি ও আমাকে রিফিউজ করে দেয় এ কারনে।তারপর যে চিন্তা সেই কাজ,শুরু করলাম মোবাইলে পটানোর চেস্টা।কিন্তু কিছুতেই লাইনে আনতে পারছিলাম না,কারন পরিচয় না দেয়ায় আমার সাথে কথাই বলত না রিসিভ করে রেখে দিত।এর পর শুরু করলাম ম্যাসেজ পাঠিয়ে মন ভেজানোর কাজ।আমি ওকে ম্যাসেজ দিতাম নতুন এক নাম্বার থেকে যেটা কেউ জানত না।তো একদিন ঐ সিমের টাকা শেষ আমি আবার দুটো সিম এসাথে ব্যাভার করতাম তো ভাবলাম মামার কাছে মনে হয় ওয়ারিদ নাম্বার আছে আর বাংলা লিঙ্ক টা জানে না(কারন আমি সবাই কে যে কোন একটা নাম্বার দিতাম) তো আমি আমার বাংলা লিংক থেকে ওকে ম্যাসেজ পাঠালাম।একটু পরেই দেখি মামার নাম্বার থেকে কল করেছে আর তখনি মনে পড়ল কিছু দিন আগেই আমি নিজের হাতেই এই নাম্বার মামাকে সেভ করে দিয়েছি।সাথে সাথে আমি আমার মোবাইলটা বন্ধ করে দিলাম এবং আতংক নিয়ে অপেক্ষা করতে লাগলাম।মামা ও বিষটি ভালোভাবে নিল না কারন কোন ছেলে না থাকায় সে আমাকে নিজের ছেলের মত দেখত এবং ভাবত আমিও ঐ বোনকে নিজের বোনের মত দেখি।তারপর যা হবার তাই হল মামার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল।আসা যাওয়াও বন্ধ হয়ে গেল।এটা দেড় বছর আগের ঘটনা।এর মাঝে আর দেখা নেই,আমিও ভুলে গেলাম আসতে আস্তে।অন্য এক মেয়ের সাথে রিলেশন ও হল এবং ভালই চলছিল কিন্তু আজ দেড় বছর পর তার সাথে আবার দেখা এবং এই দেখাই আমার সব কিছু গড়বড় করে দিলো।আমার সব অসহ্য মনে হচ্ছে আমার গার্ল ফ্রেন্ড কেও অসহ্য লাগছে।আমি এখন কি করব?
বি:দ্রঃ যারা আমার এই ব্লগ কষ্ট করে পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।এবং দয়াকরে আপনারা কিছু মনে করবেন না আমার ব্যাক্তিগত কিছু লেখ দেখে।আমি আসলে আমার আবেগ ধরে রাখতে না পেরে আপনাদের সাথে শেয়ার করলাম।
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




