২৩শে জুলাই ৩০৭৮।আজকের দিনটা পৃথিবীর সব মানুষের জন্য অত্যন্ত আনন্দের।মহাকাশ অভিযানে আজ অভিনব যুগের সূচনা হতে যাচ্ছে।আর মাত্র ৮ ঘন্টা পর মহাকাশযান ডি.ইউ-২৭ গ্লিস৫৮১ গ্রহে অবতরন করবে।পৃথিবী থেকে ২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহে মানব জীবন ধারন সম্ভব বলে পৃথিবীর বিজ্ঞানীরা ধারনা করছেন।
মহাকাশযানের সদশ্য সংখ্যা ১৬ জন,এর মাঝে ৫ জন মানুষ এবং বাকি ১১জন হচ্ছে উচ্চ বুদ্ধি সম্পন্ন রোবট।যানের ক্যাপ্টেন হচ্ছে U.S.A এর রবার্ট ব্রাউন।তার সহযোগীরা হলঃ লী,জিনি,লিওন ও একমাত্র মেয়ে সদস্য নোরা।
গ্লিস ৫৮১ গ্রহে অবতরনের স্মৃতি আরো উপভোগ্য করতে হল রুমে একটা পার্টির আয়োজন করেছে ব্রাউন।সে আনন্দ ভরা কন্ঠে তার বক্তব্য শুরু করল-“সমস্ত মানব জাতি আজ আনন্দিত,সবাই আমাদের সাফল্যের সংবাদ শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে।আমরা সাফল্যের খুব কাছাকাছি চলে এসেছি।আর এর জন্য আমি আমাকে সাহাহ্যকারী সকল রোবট ও মানুষকে অত্যন্ত দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালনের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।এখন আমাদের একমাত্র লক্ষ্য হল বাকী কাজগুলো সফলভাবে সম্পন্ন করা”।
ব্রাউনের মোবাইলের মত যোগাযোগ মডিউলটা বেজে উঠল।
-স্যার নিয়ন্ত্রন কক্ষ থেকে রোবট-৩ বলছি;আমাদের যানের গতি এক আলোকবর্ষ/৪১০ ঘন্টা থেকে কমিয়ে এক আলোকবর্ষ/১২০০ ঘন্টা করা হবে,ফলে যানটি প্রচন্ড ভাবে দুলে উঠবে।
-ঠিক আছে তুমি কমাও আর নতুন কোন তথ্য পেলে আমাকে সাথে সাথেই জানাবে।
ব্রাউন আবারো শূরু করল-“আপনারা সবাই ভালো করে বেল্টবেধে বসুন;গতি পরিবর্তনের জন্য যানটি কেপে উঠবে”।
সবাই শক্ত করে সিট বেল্ট বেধে বসলে ব্রাউন আবার শুরু করল-“আপনারা চাইলে সামান্য ড্রিংস করতে পারেন,তবে বেশী করবেন না দয়া করে।আমরা গ্লিস৫৮১ এ পৌছানোর পর যত ইচ্ছে ড্রিংস করতে পারবেন এছাড়াও আপনাদের জন্য আরো অনেক আকর্ষন অপেক্ষা করছে।এখন শুধু বাকি কাজ গুলো ভালোভাবে সম্পন্ন করুন” এই বলে ব্রাউন তার ভাষন শেষ করল।
**
অবশেষে গ্লিস৫৮১ এর বায়ুমন্ডলে এসে পৌছাল ডি.ইউ-২৭।
-“হ্যালো মিস্টার ব্রাউন,আমি এই মাত্র গ্লিস৫৮১ এর বায়ুমন্ডল পরীক্ষা করে দেখলাম,আমরা যা ধারনা করেছিলাম তাই এতে অক্সিজেনের পরিমান ১৯.০৩%। এছাড়া নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড,হাইড্রোজেন,হিলয়াম সহ মোট ২২ প্রকার গ্যাসিয় পদার্থ আছে।বাতাসে তেজস্ক্রিয়তার পরিমান খুবই কম,মাত্র ০.৮%”
-তারমানে লিওন আপনি বলতে চাচ্ছেন এখানে মানুষের জীবন ধারন সম্ভব?
-জী স্যার,শুধু সম্ভবই না অনেক ভালো ভাবেই সম্ভব।
ব্রাউনের খুশিতে নাচতে ইচ্ছে করছে,তার নেত্রীত্বেই আজ পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় সাফল্য আসতে যাচ্ছে।সে সরা সরি যোগাযোগ করল মহাকাশ গভেষনা কেন্দ্রের প্রধান জন.এইচ. রিচার্ড কে।
-“হ্যালো ক্যাপ্টেন” রোবটিক রিচার্ডের কন্ঠও আজ আনন্দে বানে ভেসে যাচ্ছে।
-স্যার সুখবরটা নিশ্চয় পেয়েছেন?
-হ্যা ডাটা রোবট সব সাথে সাথেই পাঠিয়ে দিয়েছে,আশা করছি বাকি সব টেস্ট গুলোও পজিটিভ হবে।আর হ্যা, তোমাকে এবং তোমার দল কে অগ্রিম অভিনন্দন সব মানুষের পক্ষথেকে।
ডি.ইউ-২৭ গ্রহটির ভুপৃষ্ঠের ২০০০ মিটার উপর দিয়ে প্রদক্ষিন করতে লাগল।৫ জন অভিযাত্রির চোখ আটকে রইল গ্লিস৫৮১-র ভুপৃষ্ঠে।কি সুন্দর গ্রহটি!ছোট ছোট ঘাসের মত এক প্রকার সবুজ লতা ছেয়ে আছে মাটির উপর।বড় বড় জলাশয়,কিন্তু পানিতে কোন ডেউ নেই।পানির রঙ কেমন যেন কালচে লাল বর্ণের।
ব্রাউনের যোগাযোগ মডিউলে লী’র ছবি ভেসে উঠল।
-স্যার আমাদের একটি দল ভুপৃষ্ঠে নামার জন্য প্রস্তুত।আপনি বললে এখনি নামানো হবে।কিন্তু নোরা এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চায়।আপনি কি উপযান সেক্টরে একটু আসবেন?
-ok আমি আসছি।
নোরা বলল ‘আমার মনে হয় আগেই মানুষ নামানো ঠিক হবে না,আগে একদল অনুসন্ধানী রোবট পাঠিয়ে ভুপৃষ্ঠ সম্পর্কে ভালো করে জেনে তারপর মানুষ পাঠানোই মনে হয় ভালো হবে।অবশেষে ৩টা রোবট এর একটি দল পাঠনো হল।উপযান ডি.ইউ-২৭/১ আস্তে আস্তে ভুপৃষ্ঠের দিকে নামতে শুরু করল।ভুপৃষ্ঠের ৮০০ মিটার উপর থেকে সবাই অধির আগ্রহে দেখতে লাগল।যানটি অবতরন করার সাথে সাথেই ভুপৃষ্ঠের সাথে পানির মত মিশে গেল।ডাটা রোবট ক্রমাগত লাল সংকেত বাজাতে লাগল।কেউ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না!সবাই বিস্ময়ে পথর হয়ে ছিল।
প্রথম মুখ খুলল রসায়ন বিজ্ঞানি জিনি ‘Ohhh my God!!, গ্লিস এর ভুপৃষ্ঠে এমন একপ্রকার এসিদ জাতীয় পদার্থ আছে যা HClO4 এর তুলনায় প্রায় দশ কোটি গুন শক্তিশালী।এটি যে কোন বস্তুকে সেকেন্ডের মধ্যে গলিয়ে ফেলতে পারে!
ব্রাউন তার মাথা ঠিক রাখতে পারল না,তার ব্যার্থতার রুপ পৃথিবীর মানিষকে দেখার সুযোগ দিল না।লাফিয়ে পড়ল মহাকাশযান থেকে এবং নিমিষেই মিশে গেল গ্লিস৫৮১ এর ভুপৃষ্ঠে।
****
১৩ই নভেম্বার ৩০৮৫ সালে মহাকাশযান ডি.ইউ-২৭ পৃথিবীতে ফিরে আসে।যখন ফিরে আসল তখন শুধু আবেগ শুন্য রোবট গুলোই আসল।আবেগ প্রবন মানব জাতীর ৫ প্রতিনিধির কেউ আর ফিরে এল না।
বি:দ্রঃ যারা কষ্ট করে লেখাটি পড়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।
যদি ভালো না লাগে তাহলে আমি আন্তরিক ভাবে দুঃক্ষিত।
সবাই ভালো থাকবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




