আয়তনের দিক দিয়ে আমাদের দেশটি অনেক ছোট হলেও প্র্রাকৃতিক সৌন্দর্যে ভরপূর।সবুজ শ্যামল দেশটির টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে আছে অনেক সৌন্দর্য মন্ডিত স্থান ও স্থাপনা।যা যুগ যুগ ধরে পর্যটকদের সৌন্দর্য তৃষ্ণা নিবারন করে আসছে।
যারা ভ্রমনে আগ্রহী তাদের জন্য পর্যায়ক্রমে এই সব আকর্ষনীয় জায়গার নাম ও এসব স্থানে ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য যেমন -যাবার উপায়,থাকা ও খাওয়া এবং সম্ভাব্য খরচ ইত্যাদি দেয়ার চেষ্টা করব।আজ আ্পনাদের জন্য জানাচ্ছি সিলেট অঞ্চলের দর্শনীয় স্থান গুলো সম্পর্কে।
সিলেট ও এর আশেপাশের জেলা গুলো একবারে ঘুরে আসতে পারলেই সব থেকে ভালো হয় আর এ জন্য আপনার সময় লাগবে ৪ থেকে ৫ দিন।আপনি যদি একটু বেশি সময় নিয়ে দেখতে চান তাহলে আপনার সময় লাগবে ৭-৮ দিন।
সিলেট ও এর আশেপাশের জেলা গুলো ঘুরতে হলে সিলেট এ গিয়ে হোটেলে উঠলেই সব থেকে ভালো হয় কারন এখানে আপনি সহজেই হোটেল পেয়ে যাবেন কিন্তু অন্য জায়গা গুলোতে হোটেলের সংখ্যা কম হওয়াতে সেখানে হোটেল না পাওয়ার সম্ভবনা থাকে।সিলেটে আপনি ট্রেন,বাস ও বিমানে যেতে পারেন।ঢাকার কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে প্রতিদিন ৩টা ট্রেন আছে সিলেটের উদ্দেশ্যে।ট্রেনের ভাড়া প্রকারভেদ এ ১২০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আর সময় লাগবে ৭-৮ ঘন্টা।ট্রেনে গেলে রাত ৯.৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সব থেকে ভালো কারন আপনার যেতে যেতে সকাল হয়ে যাবে আর আপনি যদি রাতে ট্রেনে ঘুমিয়ে নিন তাহলে সকালে ট্রেন থেকে নেমেই আপনার ভ্রমন শুরু করতে পারেন এতে করে আপনার সময় কম লাগবে।আপনি বাসে যেতে চাইলে অনেক বাস পাবেন এর মাঝে শ্যামলি,হানিফ,সোহাগ,ইউনিক,গ্রীন লাইন উল্লেখ যোগ্য।ভোর থেকে শুরু করে রাত ১২.৩০ টা পর্যন্ত এসব বাস পাবেন।বাসে যেতে সময় লাগবে ৪-৪.৩০ ঘন্টা।প্রকারভেদে টিকেটের দাম পড়বে ৩০০-৯২০ টাকা।আর আপনি যদি বিমানে যেতে চান তাহলে প্রতি দিন ইউনাইটেড এয়ার ওয়েজ, জি এম জি এয়ার ও বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইট পাবেন।
সিলেটে আপনি আপনার প্রোয়োজন ও সামর্থ অনুযায়ী যে কোন ধরনের হোটেল পাবেন কয়েকটি পরিচিত হোটেল হল হোটেল হিল টাউন,গুলশান,দরগা গেইট,সুরমা,কায়কোবাদ ইত্যাদি।
এবার আসা যাক দর্শনীয় স্থান গুলো সম্পর্কে।সিলেট ও এর আসে পাসের জেলা গুলোতে ভ্রমনের জন্য আকর্ষনিয় স্থানগুলো হল-
১.হজরত শাহ্জালাল রঃ এর মাজার।
২.সিলেট পর্যটন কর্পরেশন।
৩.হজরত শাহ্পরান রঃ এর মাজার।
৪.জাফলং (জিরো পয়েন্ট,মারি নদী ও নদীতে ভেসে আসা পাথর উত্তলন,চা বাগান,খাসীয়া পল্লী)
৫.তামাবিল
৬.শ্রীপুর (চা বাগান)
৭.জৈন্তাপূর (পুরানো রাজবাড়ী)
৮.মাধব কুন্ড (জলপ্রপাত)
৯.শ্রীমঙ্গল (চা বাগান,লাওয়াছরা বন,মাধব পুর লেক)
১)হজরত শাহ্জালাল রঃ এর মাজারঃ
হজরত শাহ্জালাল রঃ এর মাজার সিলেট শহরেই অবস্থিত।সিলে্ট রেল স্টেশন বা বাস স্টেশন থেক যেকোন রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে মাজারে।স্টেশন থেকে ভাড়া নিবে ২০ টাকা।এটা দেখে আপনি যেতে পারেন সিলেন পর্যটন কর্পরশনে।
২)সিলেট পর্যটন কর্পরেশনঃ
সিলেট পর্যটন কর্পরেশন সিলেট শহরেই অবস্থিত।রিক্সা অথবা সি.এন.জি নিয়েই এখানে যেতে পারেন।এখানে আপনি পাহারের উপরের টিলা থেকে সিলেট শহর দেখতে পারবেন।এটা দেখার পর আপনি সিলেট শহরের ভেতরের কিছু চা ও অদূরের রাবার বাগানে ঘুরতে পারেন এবং আপনি রিক্সা ও সি.এন.জি-র মাধ্যমেই এসব জায়গা ঘুরতে পারেন।এর পর আপনি যেতে পারেন হজরত শাহ্পরান রঃ এর মাজারে।
৩)হজরত শাহ্পরান রঃ এর মাজারঃ
হজরত শাহ্পরান রঃ এর মাজার হজরত শাহ্জালাল রঃ এর মাজার থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত আপনি সি.এন.জি অথবা লেগুনাতে করে যেতে পারেন ওখানে।
এই কয়েকটি জায়গা দেখতেই আপনার ভ্রমনের প্রথম দিন মুটামুটি শেষ হয়ে যাবে।……………………………..(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




