প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি একটি গুরুতর অপরাধ। সম্প্রতি ভারতে এমনই একটি ঘটনা ঘটেছে, যা মুম্বাইয়ের মুসলিম ভাইদের গভীরভাবে ক্ষুব্ধ করেছে। তারা রাস্তায় নেমে ইসলামের সম্মান রক্ষায় প্রতিবাদ জানাচ্ছে, যা আমাদের সবার জন্য এক অসাধারণ অনুপ্রেরণা। মুম্বাইয়ের মুসলিমরা আজ যে সংগ্রামে নেমেছে, তা শুধু তাদের শহরের নয়, বরং সারা ভারত উপমহাদেশের মুসলিমদের একতাবদ্ধ হওয়ার প্রেরণা দিচ্ছে।
বর্তমান রাজনৈতিক পরিবেশে ভারত উপমহাদেশে মুসলিমদের অবস্থান দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে মুম্বাইয়ের এই জাগরণ প্রমাণ করছে, সত্যের পথে প্রতিবাদ করলে পরিবর্তন আসবেই। আজ আমাদের সকলের একটাই দাবি—কটুক্তিকারীর শাস্তি হোক, আর কালেমার পতাকা এই ভূখণ্ডে উড়ুক।
এ প্রসঙ্গে প্রিয় নবী (সাঃ) এর একটি ভবিষ্যদ্বাণী উল্লেখযোগ্য, যা গাজওয়াতুল হিন্দ নামে পরিচিত। হাদিসে বলা হয়েছে:
“আমার উম্মতের দুটি দল আছে, যাদেরকে আল্লাহ (সুবঃ) জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন: একটি দল হলো সেই, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, এবং অপর দল হবে তারা, যারা ঈসা ইবনে মরিয়ম (আঃ) এর সঙ্গে থাকবে।” (সুনান আন-নাসায়ি)
এই হাদিসের আলোকেই অনেকে মনে করেন, মুসলিমদের জন্য উপমহাদেশে একটি বড় বিজয়ের সময় আসতে পারে। গাজওয়াতুল হিন্দের এই ভবিষ্যদ্বাণী মুসলিম উম্মাহর জন্য একটি বিশেষ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
আসুন, আমরা সবাই মুম্বাইয়ের মুসলিমদের এই আন্দোলনে সমর্থন জানাই, তাদের সাহসিকতা ও একতা থেকে শক্তি অর্জন করি। ইনশাআল্লাহ, একদিন সারা ভারত উপমহাদেশে কালেমার পতাকা পতপত করে উড়বে। আল্লাহ সাহায্য করুন।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:২১