বেশ কিছু দিন পূর্বে এই পোষ্টে করা একটা একটা কমেন্ট মুছে দেয়া হয় এবং আমাকে একটা মেইলও করা হয় সামুর পক্ষ থেকে। তা নিন্মরুপ
১.
somewherein blog team
11/30/12
to me, feedback
dear blogger,
we are sorry to inform that we had to remove one of your comments from a particular post (৪র্থ বাংলা ব্লগ ডে উদযাপনঃ কিছু প্রস্তাবনা
3b. if the post or picture that contains personal attack, harassment, defamation, vulgarity, profanity, obscenity, name calling or pornography.
৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।
thank you in advance you for your understanding.
regards,
somewherein blog team.
২.
সামুর স্বীকৃত নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দীনকে নিয়ে একটা পোষ্ট দেয়ায় সামু কতৃপক্ষ আমার পোষ্ট প্রথম পাতা থেকে মুছে দেয়, এবং আরেকটা মেইল দেয়া হয় , তা নিন্মরুপ
somewherein blog team
Feb 24
to me, feedback
dear blogger,
we are very sorry that we had to remove one of your post (শুভ জন্মদিন আসিফ মহিউদ্দীন
2c. if we see too many post about the same topic we may remove some or all of them in order to maintain diversity on the front page.
২গ. প্রথম পাতার বৈচিত্র রক্ষার্থে একই বিষয়ে বহু সংখ্যক পোস্ট থাকলে তার কয়েকটি অথবা সবগুলোই সরিয়ে দিতে পারি ।
thank you in advance you for your understanding.
regards,
somewherein blog team.
আসিফের পোষ্টের পরই আমাকে কমেন্ট ব্যান করা হয়।
এখন জানতে চাচ্ছি আমাকে ঠিক কোন কারণে কমেন্ট ব্যান করা হয়েছে? ১ম মেইলটির কারণে যদি করা হয়ে থাকে তাহলে আগে করেনি কেন?
২য় মেইলটির কারণে যদি করা হয়ে থাকে তাহলে বলব, একজন আত্মস্বীকৃত নাস্তিককে নাস্তিক বলাটাইকি আমার অপরাধ?? আমি সামুর কোন মডুর কাছে জানতে চাইনা, জানতে সামুর মালিক জানার কাছে। কারণ সামুর মডুরা নিজেরাই নাস্তিক লালন পালন, নাস্তিকদের পশ্রয় প্রদান কারী। তাদের কাছে কি কৈফিয়ত চাইব???
নাস্তিকতা লালনের একটা ঠ্যালা অলরেডি আসছে, আরো খাইতে চান??
==============
পোষ্টটি আমার না, ওই চোরা ব্লগার ভাইয়ের অনুরোধে তারই লিখিত পোষ্ট। তাকে পোষ্ট ব্যান এবং কমেন্ট ব্যান করা হয়েছে বলেই পোষ্ট দিতে অপারগ বলে আমাকে অনুরোধ করায় আমি পোষ্টটি দিলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




