আশরাফুল-মাশরাফি ম্যাচ!
সমকাল প্রতিবেদক
চুক্তির কাগজ হাতে পাওয়ার পর প্রথমেই সৌরভ গাঙ্গুলীর রুমে ছুটে যান মাশরাফি। ৬ লাখ ডলারের চুক্তিতে মারপ্যাঁচ থাকলে তা টের পেয়ে যেতেন অভিজ্ঞ সৌরভ। বেশ কিছুক্ষণ তা খুঁটিয়ে দেখে তবেই মাশরাফিকে সবুজ সংকেত দেন সৌরভ। নাইট শিবিরে এখন অভিভাবক বা বল্পব্দু বলতে মাশরাফির ওই একজনই। সৌরভ গাঙ্গুলী। শনিবার সৌরভ গাঙ্গুলীকে দিয়ে দেখিয়ে তবেই তাতে স্ট^াক্ষর করেছেন মাশরাফি। এদিন মাশরাফির সঙ্গে ৬ লাখ ডলারের চুক্তি করার পরই সঞ্জয় বাঙ্গার আর আকাশ চোপরাকে দেশে ফেরার টিকিট ধরিয়ে দেয় নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রবল সমালোচনার মুখে কোচ জন বুকাননের চার সহকারীরও চাকরি বাতিল হয়ে গেছে শাহরুখের স্বাক্ষরে। কেবল খরচই নয়, টিম ম্যানেজমেন্টে মতেরও পরিবর্তন এসেছে। সৌরভ গাঙ্গুলীর মতামত এখন বেশ গুরুত্ব পাচ্ছে শিবিরে। আর তাই ব্রাড হজের পরিবর্তে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) অলরাউন্ডার মাশরাফিকে দেখা যেতে পারে।
চার বিদেশি কোটায় ব্রান্ডেন ম্যাককুলাম, ত্রিক্রস গেইল আর অজান্তা মেন্ডিসের সঙ্গে আজ দেখা যেতে পারে মাশরাফিকে। তবে প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতার পর এখন আর মাঠে না নামা পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না মাশরাফি। প্রথম ম্যাচে তাকে প্রস্ট‘ত থাকতে বলেও শেষ পর্যন্ত পনেরোর তালিকাতেই রাখেননি বুকানন। শেষ দুটি ম্যাচে অবশ্য পনেরোতে ছিলেন তিনি। সপ্তাহ বাদে আজ ফের আশরাফুল-মাশরাফির দেখা হচ্ছে পোর্ট এলিজাবেথে। দু’জনের কেউই এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সে জেপি ডুমেনি আর জয়সুরিয়া খেলছেন। জয়সুরিয়া শচীনের সঙ্গে ওপেন করতে নেমে ২ ম্যাচে ২৭ রান করেছেন। তবে এখনো জয়সুরিয়ার ওপরই ভরসা রাখছে মুম্বাই ম্যানেজমেন্ট। আশরাফুলকে সুযোগের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




