গত একমাসে আমার অবস্থা দেখুন।
ম্যাকসন স্পিনিং মিলস
ক্রয় মূল্য : ৩৭.৩০ টাকা করে ১০,০০০ টি । তারিখ : ০৬/০৪/২০০৯ সর্বমোট : ৩,৭৪,২৩০.৯০ টাকা।
গত ১১/০৫/২০০৯ তারিখে এই শেয়ারের দাম কত হয়েছিল জানেন?
মাত্র ৩০.০০ টাকা। তার মানে আমার ৩,৭৫,০০০.০০ টাকার মূলধন হয়ে গেল ২,৯৯,০১০.০০ টাকা। আমার ৭৬,২২০.৯০ টাকা নাই। বুকের মধ্যে উথলে উথলে উঠছে ব্যাথা। ঠিক করলাম অন্তত ১৫ দিন বাজারের কোন খবর রাখবোনা।
গত ১৩/০৫/২০০৯ তারিখে বন্ধুর ফোন পেয়ে বাজারে গেলাম। দেখি ৪০.০০ টাকা ওই দিনের দর। অনেক দিন পর একটা ফ্রি নিঃশ্বাস নিলাম। বন্ধুবান্ধব শুভাকাক্ষীদের অনুরোধ উপেক্ষা করে রেখে দিলাম।
নতুন কারে টার্গেট ঠিক করলাম। অন্তত ৫০.০০ টাকা না হওয়া পর্যন্ত বিক্রি করবো না।
অবশেষে এল সেই মহেন্দ্রক্ষন। দাম তরতর করে বাড়তে লাগলো। টার্গেট ক্রস করলো। অনেক হিসাব নিকাশ করে গতকাল ৫৩.৫০ টাকা বিক্রি করলাম। তাহলে হিসাব দাঁড়াল:
ক্রয় : ৩৭.৩০ টাকা
বিক্রয় : ৫৩.৫০ টাকা
প্রতি শেয়ারে লাভ : ১৬.২০ টাকা
মোট লাভ : (১৬.২০ X ১০,০০০) = ১,৬২,০০০.০০ টাকা
কমিশন বাদ দিয়ে প্রায় : ১,৫৯,০০০.০০ টাকার মত নীটলাভ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




