অনেক দিন পর আমার পাকি বন্ধুর ফোন। তার ভয়াবহ পাকস্তান প্রীতির কারণে আমরা তাকে পাকি ডাকি। ভাবলাম বুঝি আবার কোন মেয়ের ফাঁদে পা বাড়িয়েছে। অবশ্য পা না কাটা পার্যন্ত সে আমাকে স্মরন করেনা। রক্ত ক্ষরণের পর সে বুঝতে পারে যে নারী বড়ই রহস্যময়ী।
- কিরে এত রাত্রে ফোন দিলি কেন? তুই জানিসনা আমার সকালে অফিস যেতে হয়?
- সহাস্যে উত্তর জানি বন্ধু জানি। তবে তোকে একটা খবর দেয়ার জন্য ফোন করলাম। জানি তুই রাত জেগে পাকিস্তানের খেলা দেখার ছেলে না। বাংলাদেশের হলে কথা ছিল।
-কথা না পেঁচিয়ে আসল কথাটা একটু তাড়াতাড়ি বলনা।
-পাকিস্তান জিতেছে।
-ও আচ্ছা। এখন আমাকে কি করতে হবে।
-না না আমি জানি তোর এ নিয়ে কোন উৎসাহ নেই। ঘটনা হল তোদের ভারতীয় দালাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তান আজ আই সি এল ফেরত প্লেয়ার আব্দুর রাজ্জাকে খেলিয়েছে। এবং সেই প্রথম উইকেট নিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছে।
-তাই নাকি। ভাল।
-আচ্ছা আমরা কেন পারলামনা? শুধু মাত্র দাদাদের ভয়ে? বলতো বন্ধু, আমাদের এই প্রতিবেশী দেশ আমাদেরকে কতটুকু দিয়েছে? দিয়েছে কি আমাদের প্রাপ্য সম্মান? সারাজীবন দেখে আসছি কোন না কোন ভাবে আমাদের রক্ত ছুষে খাচ্ছে তারা। তবুও কিসের আশায় কোন ভরসায় আমরা ওদের দালালি করে চলেছি সারাজীবন। এই চলার কি কোন শেষ নেই?
-বন্ধুর শেষ কথা গুলো এখনো কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। সত্যিই তো আমরা কি মেরুদন্ড সোজা করে কখনোই দাঁড়াতে পারবোনা!? পারবোনা সিদ্ধান্ত নিতে কিসে আমাদের ভাল কিসে মন্দ? আর কতকাল অন্যের বুদ্ধিতে চলব? মুক্তচিন্তা কি আমরা কোনদিন করতে পারবোনা??????????????
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৯ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




