ছোট ভাইয়ের চাকুরির হয়েছে U.A.E. তে। জুলাই ৫ তারিখের মধ্যে যেতে হবে। সার্টিফিকেট এটাষ্টেট করিয়ে নিতে বলেছে।
১) সব অর্জিনাল সার্টিফিকেট হতে হবে। (সাময়িক হলে চলবে না)।
২) শিক্ষাবোর্ড থেকে এটাষ্টেট করাতে হবে।
৩) শিক্ষা মন্ত্রনালয়ের থেকে এটাষ্টেট করাতে হবে।
৪) U.A.E এম্বাসি থেকে এটাষ্টেট করাতে হবে।
চট্টগ্রামে থাকি। ঢাকায় তেমন একটা যাওয়া হয়না। কোথায় কিভাবে করলে সহজে করা যাবে আপনাদের কারো যদি এই বিষয়ে কোন অভিজ্ঞতা থাকে তা শেয়ার করুন প্লিজ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




