তো আমি মাঠে মার্চ করছিলাম > সোহাদা আপু এসে আমাকে ধরে নিয়ে গেলো যান আমি কিছু করে ফেলেছি দোষের
উপরে নিয়ে গিয়ে বলে যেহেতু তোমার চুল ছেলেদের মত ; তুমি ছেলে সাজবা >
যদিও আমারই ভালো ; তবে এরপরে যা শুনলাম তা শুনে আমি
আমাকে নাকি লুঙ্গি - ফতুয়া পরতে হবে ! ভাই স্কার্ট পরা যায় .। কিন্তু লুঙ্গি !!!!!
তো আপুকে ইনিয়ে বিনিয়ে বলারও চেষ্টা করলাম যে আপু আমাকে শহুরে পোলার রোল দাও । লুঙ্গি পরলে আবার যদি মঞ্চে গিয়ে তালগোল পেচায় ফেলি তাহলে আবার আমি শেষ
তো আপু বললো " না তোমার height মিলবে না অন্যদের সাথে ...।।
আইচ্ছা ভালো কথা । পরের দিন রিহার্সেলের জন্য ধরে নিয়ে গেল ...... আমি গিয়ে ভদ্র ছেলের মত বসে বসে ওদের দেখছি ... আপুরা মোবাইল এনে গান ছেড়ে প্রাক্টিস করছে ...... এবং এর কিছুক্ষণ পরে বলে " ওই 'শীলা কি জাওয়ানী ' ছাড় ...... ব্যাস শীলা কি জাওয়ানী শুরু হইলো সাথে সাথে আপুরাও নাচানাচি স্টার্ট করলো ... আমি তো পুরা
ঠিক ওই মুহুর্তে আমাদের টি.পি . (পি.টি) ম্যাডাম ঢুকলেন
আপু ; ম্যাডাম , নাটকের রিহার্সেল (!)
এই ম্যাডামের কাজই হলো সবার নাম আর ফোন নাম্বার কাগজে লেখা ... উনি রুমে উপস্থিত সকলের নাম আর ফোন নাম্বার যথারীতী কাগজে তুললেন /... আমিও এই ফাঁকে ভাগলাম শীলার জাওয়ানি থেকে
ক্লাসে ঢুকে দেখি স্যার বোর্ডে ৩০ টার মত বীজগণিতের সূত্র লিখে বুঝাচ্ছেন ... আমি ঢুকলাম ক্লাসে >
আমি ; স্যার ইয়ে , নাটক না না ফ্যাশন শো-র রিহার্সেল করছিলাম ( যদিও আমি কিছুই করি নাই খালি হাই তুলসি )
স্যার ভুরু কুঁচকায় কিছু টিপ্পনি কাটলেন যা আমার এখন মনে নাই ......। কারণ আমি তখন সূত্রগুলো তুলছিলাম
এরপরে বহুতদিন পর রিহার্সেলের খবর নাই আপু আমাকে ধরে নিয়ে গেল আবার ... বলে আমার পার্টনার চেঞ্জ করা হয়েছে > আমার সাথে নিশি আপু যাবে ; এরা তো তখনই বলা শুরু করলো ; এই তোর গার্লফ্রেন্ড কই ?
আমাকে নিশি আপু বললো ; তওসিফা , তুমি সামনে গিয়ে অইখানে একবার থামবা , then ( আপু then-কে than উচ্চারণ করে ) আমার কাঁধে হাত রাখবা ......আমি তো
আমি ভালো ছেলের মত গিয়ে আপুর কাঁধে হাত রাখলাম ...... একেকজন তো হাসতে পারলে মাটিতে গড়াগড়ি খায় আর কি ।
এর কয়েকদিন পর আপু এসে বলে , " তওসিফা , তুমি ড্রেস আনো নাই ? " আমি তো আকাশ থেকে পড়লাম ... আকাশ থেকে তো পড়ি নাই > বলা যায় সিঁড়ি থেকে পড়লাম ... আপু স্বাভাবিক ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে গেলো ( পাইসো কি ? আমি শুটকি বলে খালি উড়ায় নিয়া যাবা ?
আমাকে একটা রুমে ঢুকায় বলে , এই নাও প্যান্ট আর শার্ট ( আমি আরেক দফা সিঁড়ি থেকে পড়লাম ) গ্রামের ছেলে জিন্সের প্যান্ট আর শার্ট ধরল কবে থেকে ? ওরা আমাকে একবারও বলে নাই যে আমাকে গ্রামের পোলার রোল বাদ দিয়েছে
আমি আর কি করুম ? ড্রেস চেঞ্জ করলাম
তার উপর শার্ট টা এমন টাইট হইসে > রুম থেকে বাইর হইয়া ক্লাসে দৌড় দিলাম ...... ভাগ্যিস তখন মেয়েরা সব ক্লাসে ছিলো । নইলে চিড়িয়াখানা থেকে কোনো চিড়িয়া বাইর হলে মানুষ যেমন শুরু করে ওইরকম করতো
তবে ক্লাসের মেয়েগুলার হাত থেকে রেহাই পাইলাম না । ক্লাসে ঢুকতেই মেয়েরা এমনভাবে ঝাপায় পড়ল
আহ দারুণ ছিল মুহুর্তটা
আমি কোনো রকমে বেঞ্চে বসলাম কারণ ড্রেস - প্যান্ট দুইটাই টাইট ...
ম্যাডাম ক্লাসে ঢুকার পর ম্যাডামকে বলেই আবার দৌড় দিলাম ...... এইবার দেখি আপুরা পুরা একটা রুমে বিউটি পার্লার খুলে বসছে ......... একমাত্র আমি আর একটা আপু ( ও-ও ছেলে > ধুতি পড়বে
এরপরে খালি একটু প্রাক্টিস করলাম ...... আমার পার্টনার নিশি আপু বলে যে আমার উপর হেলান দিবে
কি আর করুম ??? একবার আপুরা বলে পাঞ্জাবী > একবার বলে টি-শার্ট
তো অনুষ্ঠানের দিন হেভি মুড নিয়ে পাঞ্জাবী পরে গেলাম ; যেই দেখে বলে ; আপু তোমাকে পুরা ছেলে লাগছে ......। বাসা থেকে ড্রেস পরে গেলে দারোয়ান শিওর স্কুলে ঢুকতে দিত না
একটু পরে নিশি আপু আসলো......আপুকে দেখে আমি তো পুরা
কারণ আপু পুরা বিউটি পার্লার থেকে ডুব দিয়ে আসছে । আপুর পাশে দাঁড়ালে আমাকে মনে হচ্ছিলো আমি যেন ঘরের পাঞ্জাবি পরে চলে আসছি ...... কি আর করা আপু বলে , " যাও বাসায় গিয়ে দৌড় দিয়ে ড্রেস চেঞ্জ করে আসো ......... আমি ওইদিন মোটমাট ৬ বার বাসায় গেছি ; আসছি......ড্রেস চেঞ্জ করে আসলাম ... স্কুলে এসে কি আর করবো দাঁড়িয়ে আছি ; একটা ক্লাস ফোরের মেয়ে এসে বলে '' আপু তুমি কি মাস্তান সেজেছো ? '' আমি আর কি বলুম ? বললাম ''না '' ওদের দোষ নাই ... কারণ আমি যা পেয়েছি সব পড়েছি ওইদিন ......।
সব একসাথে .........
এরপরে আপুরা কয় ,'' ওই চুল স্পাইক করো নাই কেন ? ''
আমি মনে মনে বলছি ( এহ , বললেই হয় ??? )
এরপরে স্টেজে উঠলাম ......... সবকিছু ঠিকঠাক মতই হলো > লাস্টের দিকে আপু হালকা ভুল করলো ......... আমি দাঁড়ায় ছিলাম ...... আমার জন্য না দাঁড়ায় ও দৌড় দিলো ......।!!!
যাই হোক সব কিছু ভালো মতনই শেষ হলো
পরদিন ক্লাসে ম্যাডাম আমাকে বই পড়ার জন্য ডাকলেন " এই ছেলে , বই পড়তে আসো "
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




