গত কয়েকদিনে, কিছু লেখা পড়ে আমার মনটা বেশ খারাপ হয়েছে।
আমাদের রাসুল ছিলেন "ইমামুল মুসলেমিন।" তিনি ছিলেন আল্লার সব চাইতে প্রিয় বন্ধু। এবং পরম করুনাময় তাঁকে এতই সন্মান করতেন, যে তাঁকে নাম ধরে মাত্র চার বার কোরান শরিফে উল্লেখ করেছেন।
অন্যান্য সমস্ত বার, আল্লাহ তাঁকে ডেকেছেন "নবী আল্লাহ," "রাসুল আল্লাহ," "হাবিব আল্লাহ" এই ভাবে।
সমস্ত মুসলমানদের নিয়ম হোল, নবীজীর নাম বলা বা শোনা মাত্রই সা: বলা/লেখা। যারা অন্য ধর্ম পালন করেন, তাঁরাও এই জিনিষটা মেনে চলেন শুধু সন্মান দেখানোর জন্য। যেমন আমরা বলি হযরত ঈসা (রা
গত কয়েকদিনে কিছু লেখা পড়লাম এই খানে, যাঁরা নবীজীকে শুধু তাঁর নাম ধরেই ডাকছেন। না যোগ করছেন "সা:" না বলছেন "তাঁর ওপর শান্তি বর্ষিত হোক।" ব্যপারটাতে আমার বেশ খারাপ লেগেছে।
আমি সবাইকে বীনিত অনুরোধ করবো, আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা অবশ্যই লিখবেন, কিন্তু দয়া করে এই ধরনের একটি অসন্মানের কাজ আপনারা করবেন না। তাঁতে নবীজীর কিছুই যাবে আসবে না, শুধু আমরাই দোষি থাকবো শেষ বিচারের দিনে। প্লিয্।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




