রেললাইনের স্লিপার ধরে পাশাপাশি হাটছি। ডানপাশে অবন্তী আর আমি একটু পিছনে।চুল গুলো বেঁধে আসেনি হয়তো ভেজা চুলের ঘ্রাণ শুনাবে বলে নয়তো খোলা চুলের ডানা ঝাপটানো আমি পছন্দ করি বলে।
ফর্শা হাতটা বারবার উঁকি দিচ্ছে। ধরবো কিনা বুঝে উঠছি না। ধরতে কিছুটা ভয়ও হচ্ছে যদি কিছু বলে। আর যদি ভালোই না বাসতো তাহলে হয়তো এই সুন্দর সুশান্ত স্নিগ্ধ বিকেল টা আমার জন্য ব্যয় করতো নাহ।
_ আচ্ছা শুভ সাহেব আপনি কি সবসময় চুপচাপ থাকেন?
ঃ উহু। এ রকম মনে হলো কেন তোমার?
_ অনেকক্ষণ যাবত কিছু বলছেন না তো। তাই আর কি...
ঃ না মানে... আসলে...
_ হি হি হি... আপনি কি হাতটা ধরবেন নাকি আমিই ধরবো?
ঃ আচ্ছা আমিই ধরছি।
এতো সুন্দর একটা হাত ধরবো কখনো ভাবিনী। যে হাত দিয়ে গোল্ড লিফ এর ফিল্টার ধরতে ধরতে দাগ পরে গেছে সে হাতে যে এতো সুন্দর একটা হাতের ছোঁয়া আসবে অবিশ্বাস্য। সৃষ্টিকর্তা যাকে দেয় হয়তো দুহাত ভরে দেয়। তাই হয়তো আমার মুঠো ভরে গেছে। এজন্যই হয়তো জীবন এতো সুন্দর। এটুকু পাওয়ার জন্যই বেঁচে থাকা।।।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



