তারকা খচিত ঐ পটল ডাঙ্গা চোখ যার
হয়তোবা চোখের নিচে কালির কালো রেখা
মিনারের মতো উঁচু মনোবল নিয়ে
নান্দনিক চিন্তায় আত্মমগ্ন কিছু ভালবাসার ফসল
তারপরও কিছু ভালোবাসা থেকে যায়
মায়ের কোলে শুয়ে ঘুম পাড়ানী মাসি পিসি
নয়নের মনি হয়ে বাবার কোলে স্বপ্ন দেখা
নাহয় ভালবাসাহীন ব্যর্থ জীবন
সেই তো আমি
তিনিই তো মানুষ , যিনি নগ্ন পায়ে পদদলিত হয়েও
নিয়তির কাছে হার না মানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




