পেছনে নয় সম্মুখপানে যত দূর দিগন্ত দেখা যায়,
খোলা আকাশের নিচে মুক্ত বাতাশে
একটিবার ফিরে চাও
আমি জানি তাও হবে অফুরন্ত নীলাকাশ
কাশফুলের ঢেও দোলানো বাতাশ
আমায় পেছনে ফেলে দেবে
আমি হারিয়ে যাবো ভালোবাসার অতল গভীরে
তবুও একটি বার ফিরে চাও
এ যেন পেছনে নয় শুধুই অগ্রযাত্রা
ঐ দূর নীলিমায় তাকাও দেখবে ধবল আকাশ
পৃথিবীর বিস্মিত দিক শুধুই অন্ধকার
তবুও একটি বার ফিরে চাও......
এবার শুধুই বিজয়গাথা বিজয়ের মালা পরা
দৃষ্টি নাহি যায় তবুও পেরিয়ে দৃষ্টির সীমা
অন্ধ আবেগে তুমি একবার বলও তাকে
যাকে তুমি ভালবাস প্রানের স্পন্দন দিয়ে
শুধুই জীবনের জয়গান..................।
(মাসুদুল হাসান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




