ছলনা
প্রচন্ড ঠান্ডা..চারদিকে কুয়াশা, মাইনাস থ্রী ডিগ্রী..
বরফ মেঘের জিব থেকে টপ টপ ঝরে শিশিরের লালা
সুখের যাবতীয় সরঞ্জাম নিয়ে খেজুর পাতার বুকে
শুইয়ে ছিলাম শুভ্র প্রেমীর মত............ ....
হঠাত ঋতু পিপাসিত মন বদলে যায়
রিদপিন্ডের মধ্যকোষ যন্ত্র উদাস হয়ে উঠলো
কে যেন ডাকছে.......
বরফের কুয়াশায় মূখ খুললাম..গিয়ে বসলাম...
না, কেউ নেই ঐখানে,, হইত বা ছিল..
ভাবনার ঝড় উঠে বার বার
বিবিধ জলের টানে এই ভাবে ডুবে যাবে নাকি???
উত্তরাধিকারে পাওয়া আমার সমদ্র কনার চোখে
ছিলনা কোন জলের ছলনা
ছিল অগ্নি ঢেউ, সেই ঢেউয়ে পৃথিবী ছিল মাতাল
ধরে রাখতে পারিনি আমায় বন্দি খাচায়
ভূল অভিধানে উত্তেজনায় বশীভূত ছিলাম
আর্তনাদের অনাদি যন্ত্রণায় হঠাত কেন এমন হল।
সত্যি কি পৃথিবী ছলনাময়ী।।।।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




