সুপ্রিয় পাঠক, আপনারা নিশ্চয়ই জানেন যে, চলতি ফার্সি বছরকে ইরানে 'শেষ্ঠনবী বর্ষ ' হিসেবে ঘোষণা করা হয়েছে। তো 'শেষ্ঠনবী বর্ষ ' উপলক্ষে রেডিও তেহরানের পক্ষ থেকে স্বরচিত কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
* প্রবন্ধের বিষয়: শান্তি,ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের নবী মুহাম্মদ (সাঃ)।
* প্রবন্ধের পরিসর: কমপ েদুই হাজার শব্দ।
* আর কবিতা হতে হবে অবশ্যই রাসুল (সাঃ) এর প্রতি নিবেদিত।
* আগামী 13 জানুয়ারি 2007 এর মধ্যে লেখা আমাদের হাতে এসে পৌছুতে হবে।
* প্রবন্ধে তিনজন আর কবিতায় তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।
* ই-মেইল, ফ্যাক্স ও ডাকযোগে লেখা পাঠাতে হবে। যোগাযোগের ঠিকানা-
রেডিও তেহরান, বাংলা বিভাগ
বাংলাদেশ:
পোস্ট বঙ্ নং 4002, ঢাকা-1000, বাংলাদেশ
ইরান:
Bengali Programme
Radio Tehran
Post Box No. 6767
Tehran-19395
I. R. of Iran
E-mail: [email protected]
Fax: 0098-21-22053273
Web: http://bangla.irib.ir/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



