মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে ব্যঙ্গ করায় ও পবিত্র ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় সরকারের সংশ্লিষ্ট মহল বহুল ব্যবহৃত ফেইস বুকের বাংলাদেশ অংশের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে গত ৩০ শে মে,২০১০ তারিখ থেকে। ফেইস বুক ব্যবহার করে পুরাতন ঢাকার রডিন নামক এক যুবক প্রধানমন্ত্রীর ফেইক একাউন্ট তৈরী করেছে এবং এতে ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছে । র্যাবের সাইবার ক্রাইম গ্রুফের সদস্যরা রডিন কে গ্রেফতার করেছে । তার নিকট দুটি ল্যাপটপ, পাসপোর্ট, ইসলামী কিছু বই , সিডি ইত্যাদি পেয়েছে এবং জিজ্ঞাসাবাদে সে বলেছে নিতান্ত শখের বশে সে এ কাজ করতো । যুবকটি এক ধনাঢ্য কাপড় ব্যবসায়ীর ছেলে। সে তার অপরাধ অকপটে স্বীকার করেছে।
এতো হলো ফেইসবুক বন্ধের ব্যাকগ্রাউন্ড। বিশ্বব্যাপী ফেইসবুক হলো একটি ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক। এ জাতীয় আরো অনেক নেটওয়ার্ক রয়েছে। যেমন: টুইটার। ফেইসবুকের মাধ্যমে যে কেউ একাউন্ট খুলে তার অন্য বন্ধুর সাথে যুক্ত হয়ে মেসেজ, ফটো ইত্যাদি আদান-প্রদান করতে পারে। তাছাড়া এর মাধ্যমে বিভিন্ন গ্রুফ করে সংবাদ আদান-প্রদান করা যায়, চ্যাটিং করা যায়, নতুন বন্ধু খোঁজা যায় ইত্যাদি অনেক সামাজিক কাজ করা যায় । আমাদের দেশে এ সাইটটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে প্রায় ৯ লক্ষ একাউন্ট রয়েছে। এক হিসাবে দেখা গিয়েছে, শতকরা ৮০ ভাগ একাউন্ট হোল্ডারের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে।
বর্তমানে ফেইসবুক বন্ধ করে যত বিড়ম্বনা হয়েছে। কেউ একে ভালো বলছে আবার যারা এর ইউজার তারা বলছে সরকারের এ জাতীয় সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি কারণ বর্তমানে ফেইসবুককে অস্বীকার করার কোনই অবকাশ নেই। এটি মোবাইল ফোনের মতই একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম। অনেক ভালো ভালো কাজও ফেইসবুকের দ্বারা করা যায় এবং অনেকে এর মাধ্যমে বন্ধু-বান্ধবসহ আতœীয়-স্বজন অনেকের সাথে ফেইসবুকের মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে থাকে। তবে এর যে মিস ইউজ হচ্ছে না আমি তা বলি না । আমার মতে ফেইসবুকের চেয়ে মোবাইল ফোনের মিস ইউজ আমাদের দেশে বেশী হচ্ছে।
প্রকৃতপক্ষে, বর্তমানে ডিজিটাল যুগে এ জাতীয় যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ কোন সমাধান হতে পারে না বলে আমার বিশ্বাস। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাইবার ক্রাইম সংক্রান্ত ব্যাপারগুলোতে আরো সচেতন হতে হবে। তবে যারা যোগাযোগের এ মাধ্যমগুলো কে মিস ইউজ করে বিশেষ করে দেশের নেতা-নেত্রীদের নিয়ে ব্যঙ্গ করে তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। তাদের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



