সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ আদিবাসী নিহত
পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা কোন সংগায় আদিবাসী না, জাতিসংঘের সংগায়ও তারা উপজাতিই। তারা পশ্চিমা ষড়যন্ত্রী মহলের মদদ ও প্ররোচনায় নিজেদের আদিবাসী বলে দাবি শুরু করেছে ২০০৯ থেকে। বাংলাদেশে এই ষড়যন্ত্রের লবিস্ট, দালাল মিডিয়া প্রথম আলো-ডেইলি স্টার গ্রুপ সন্ত্রাসী নিহত হওয়ায় খুবই শকড।
১) উপজাতিদের তারা আদিবাসী হিসাবে উল্লেখ করেছে।
২) গতরাতেও এটাকে রেব-পুলিশের কায়দায় ইনভার্টেড কমা দিয়ে 'বন্দুকযুদ্ধ' লিখে প্রশ্নবোধক করার প্রয়াস পেয়েছিল। এখন সেটা অগত্যা বাদ দিয়েছে।
৩) অন্যসব পত্রিকা ছবি ছাপালেও তারা ছবি ছাপানো থেকে বিরত থেকেছে।
৪) পাঠকেরা এই অভিযানকে অভিনন্দিত করায় ও প্রথম আলোর ভূমিকার তীব্র সমালোচনা করায় কোন মন্তব্য প্রকাশ করছে না - একটা মন্তব্যও নাই।
দালাল মিডিয়া প্রথম আলো-ডেইলি স্টার গ্রুপকে তীব্র ধিক্কার!

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




