কার্নিভাল থেকে
ফিরে, মনে হলো ___
রূপসীমুখোস-পরা মৃত্যুর সুন্দর
রূপ, রাতভর
নাচলো, নাচালো ;
উৎসব হয়তো সম্ভব...
অনেক জীবন থেকে উৎসব মুছে
দিয়ে, এরকম
উৎসব এখনও সম্ভব ;
মনে হলো, মৃত্যুই সুন্দর ; রঙিন-বাল্বের রাতে
বহুবর্ণ ঝলমলে-অন্ধকার আনন্দের মতো
মৃত্যু খুব নৃত্যময়, উপভোগ্য, গাঢ়-চমৎকার !
মৃত্যু কোনও উৎসবমুখর দেশ, আর
ঐতিহ্যের মতো
কারও কারও প্রিয়, অহংকার ;
কার্নিভাল ___ মৃত্যুর মর্যাদাবাহী, বিজ্ঞাপন সভা ___
আবার সময় এলে, তুমি
একবার কার্নিভালে যেও ;
নাকি গিয়েছিলে ? গুপ্ত নাচের রাতে
অদৃশ্য রাজার কার্নিভালে ;
একমাত্র আমন্ত্রিত অতিথীর বেশে _____
গিয়েছিলে নাকি ?
@ রহমান হেনরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




