আমরা বাঙালী জাতি। পৃথীবী আমাদের চিনে, আমরা স্বাধীনতা অজর্ন করেছি।দীর্ঘ নয় মাস যুদ্ব করে আমরা সর্বোচ্চ গৌরব অজর্ন করেছি। সেই অর্জনে রয়েছে কত ভাইয়ের তাজা রক্ত, বোনের ইজ্জত, কত মায়ের কান্না, বাবার আহাজারি। আমাদের এই তরুণ সমাজের অনেকেই স্বাধীনতার করুণ মুহূর্তে অংশ গ্রহণ করতে পারিনি। কিন্তু বড়দের কাছ থেকে শুনা কথা, টিভির পর্দায় দেখানো ছবি এবং ইতিহাসের পাতায় লেখা পড়ে আমরা স্বাধীনতা কথাটির তাৎপর্য উপলদ্বি করি । আজ আমরা বাঙালি জাতি, সেই ইতিহাসের সত্যতা নিয়ে পড়েছি দ্বিধাদ্বন্দে। যারাই সরকার দলে আসেন বা পিছনের সারিতে বসেন, তারাই আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করছেন। আমাদের তরুণ সমাজ কোন কথাটি বিশ্বাস করবে? স্বাধীনতার বিপরীতে রাজাকারদের কথা শুনেছি এবং তাদেরকে শাস্তি দেওয়ার কথাটি শুনে আসছি। আজ মনে হচ্ছে কাদেরকে সত্যিকার অর্থে রাজাকারদের কাঠগড়ায় দাড় করানো উচিত । আমাদের দেশ নেত্রী দিন বদলের কথা বলছেন। এই বদলে
যাওয়া দিনের মধ্যে আমরা চাই আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস, যে ইতিহাসের বিকৃত রূপ আমাদের এই তরুণ সমাজ দেখতে চায় না । যে ইতিহাসে থাকবেনা কোনো দৈত্যের হাত, যা আমাদের স্বাধীনতাকে আবার কলঙ্খিত করতে পারে। পাশা-পাশি আমাদের এই তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, কারণ দেশ আমাদের, আগামী প্রজন্মের।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




