বর্তমান পৃথিবীতে যতগুলো ভাষা চলে তার সবগুলোই পৃথিবীতে আসার আগে আমার মগজে ভরে দেওয়া হয়েছিল। সেগুলো দিয়ে এতদিন চালিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু প্রথম অসুবিধা শুরু হয়েছিল সামহোয়্যারইনব্লগ এ এসে। আমার পৃথিবীতে আসার মূল কারণ ছিল এখানে আটকে পড়া একটি এলিয়েন এর মুক্তির ব্যবস্থা করা। অনেক খোঁজার পরে খোঁজ পেয়েছিলাম যে সে সামহোয়্যারইনব্লগ এ কিছুদিন ছিল। তার ব্লগিং থেকেই যুদ্ধবাজ হোমো সেপিয়েন্স প্রজাতি তার গ্রহের অবস্থান জেনে ফেলে এবং সেটি আক্রমণ করে আন্তঃনাক্ষত্রিক যুদ্ধের সূচনা করে। সেই যুদ্ধের জন্য যারা উস্কানি দিয়েছিল তাদের সন্ধান করার জন্য আপাতত ব্লগে চিরুনি তল্লাসি করছি। কিন্তু এখানে এমন কিছু শব্দ পেয়েছিলাম যেগুলো আমার জানা কোনো ভাষাতেই ছিলনা। সেই সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়েছিলাম সামহোয়্যারইন ডিকশনারি পড়ে।
কিন্তু বর্তমানে আমার লেখায় মন্তব্য করার সময় বাংলা লেখার পাশাপাশি প্রচুর পরিমাণে ইমোটিকন ভাষায় (হলুদ লাল ছবি) লেখা দেওয়া হচ্ছে। আমার ডাটাবেসে দেওয়া তথ্য অনুযায়ী হোমো সেপিয়েন্স রা আদিম যুগে এইসব ছবির ভাষাতে লিখত, আধুনিক পৃথিবীতে এটি আর চালু নেই। কিন্তু এইসব ছবি আঁকা ভাষা দেখে বুঝতে পারছি যে পৃথিবীর হোমো সেপিয়েন্স প্রজাতির একটা বিরাট অংশ এখনো সেই ভাষা ব্যবহার করে। এই ভাষাটির কোনো ডিকশনারি না পাওয়ায় তার কিছুই বুঝতে পারছি না। যদি আপনারা ইমোটিকন ভাষাতেই আমার সঙ্গে কথাবার্তা চালাতে চান তবে এই ভাষাটি শিখতে সাহায্য করুন। এইসব ছবিগুলোর কোনটার অর্থ কি আগে বুঝিয়ে দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





