শুক্রবার, চ্যালা গোবিন্দকে নিয়ে ভরদুপুরে বসে বসে বিটিভি তে বাংলা ছিনেমা দেখছি। হঠাৎ মোবাইলে মিসকল (সেই সময় অনেকের কল করার সামর্থ না থাকলেও মিসকল দেয়ার সামর্থ সবারই ছিল, ৫টাকা মিনিট খরচ করে কল করার কলিজা লাগে)। পর পর অনেক গুলো মিস, কল না করে পরলাম না। অপর প্রান্তে মেয়ে কন্ঠ................ খাইছেরে!!! এরপর গতানুগতিক বন্ধুত্ব, দেখা করা অতঃপর প্রেম যা এখন ফেসবুকের জন্য আরও সহজ হয়ে গেছে।
জটিল প্রেম চলছে। জটিল বলছি এই কারণে প্রেমের অনেক বিষয় স্বভাবিক থাকলে কিছু কিছু ব্যপার ছিল ভিন্ন, বিশেষ করে ডেটিং। তার সাথে ডেটিং হতো ১০/১২ দিন পর পর। যেদিন তার সাথে ডেটিং থাকতো তার আম্মু তাকে নিয়ে যেত নিউমার্কেট অথবা মীনাবাজার, আমিও ঠিক জায়গামত যেয়ে একটা মিসকল। এরপর তার আম্মু আমাদের কোন এক ফাস্টফুডে বসিয়ে দিয়ে চলে যেত শপিংএ। পাক্কা দুই/আড়াই ঘন্টা খাই-দাই আর গল্প। শপিং শেষে তার আম্মু ফাস্টফুডের বিল মিটিয়ে আমাকে কিছু একটা গিফট দিয়ে মেয়ে নিয়ে সেদিনের মত প্রস্থান। গিফট মানে যেমন তেমন গিফট না, বডি স্প্রে, টয়লেট সাবান থেকে শুরু করে কোন কিছু বাদ নাই। চলে গেলে কি হবে!মোবাইল তো আর বন্ধ থাকতো না, চলতো মিসকল/কল, এসএমএস! আমার মোবাইল দিয়ে কল করতে গেলে কলিজা শুকায় যেত, সে ব্যবহার করে সিটিসেল আর আমি গ্রামীন। আর একটা গ্রামীনের ৫০ টাকার কার্ডের মেয়াদ ৩দিন। তারপরও উপায় বের হলো সে আমাকে টি এন্ড টি থেকে কল করবে। কিন্তু তখনো কোন অপারেটর টি এন্ড টি ইনকামিং চালু করেনি একমাত্র টেলিটক ছাড়া, কি জ্বালা! তারপরও টিউশনির টাকা জমিয়ে ১২০০টাকা দিয়ে কিনলাম একটা টেলিটক। প্রেমের জ্বালা বড় জ্বালা! ফাটাফাটি প্রেম, আমি তো পুরা সিরিয়াস, সেও পুরা সিরিয়াস............. এক বছর সাত মাস পর ব্রেকআপ। মানে ছ্যাকা! কিন্তু ছ্যাকাটা কে খাইলো বুঝলাম না, তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল আমি প্রেমে পড়েছি নাকি প্রেম আমার উপর পড়েছে! (ব্রেকআপের গল্প আরেকদিন যদি সম্ভব হয়)।
এরপর আদা জল খেয়ে পড়াশুনা। অনার্স- মাস্টার্স শেষ করে পয়সা কামানোর ধান্দা, চাকরীর জন্য পড়াশুনা। ভুলেই গেছিলাম প্রেমের কথা, কিন্তু টাংকি মারার কথা ভুলিনি। এরপর শুরু হলো কামলা জীবন! মাঝে মাঝে ভাবি পড়াশুনা করেছি কি অন্যের গোলামী করার জন্য! এর চেয়ে টিউশনি করতাম, প্রেম করতাম কত ভাল ছিলাম! কামলা জীবন শুরু হতে না হতেই মা গলায় ঝুলিয়ে দিলো বউ নামক হাতি। যাক ঘরে বসে পারমানেন্ট ডেটিং। অতঃপর তাহারা সুখে শান্তি বসবাস করিতে লাগিলো। কিন্তু এর মধ্যেই ভেজাল লেগে গেছে। বউ গেছে বেড়াতে, বাসায় আমি একা। রানী নেই রাজত্ব আমার, সারারাত মুভি, গান, ব্লগ, ফেসবুক.... পায় কে আমারে। রাত ৩টায় ফেসবুক ওপেন করে People You May Know তে দেখি পরিচিত একটা নাম, ক্লিক করলাম। Profile এ privacy না থাকায় ছবি গুলো দেখতে পেলাম।
ব্যপক মজা পাইলাম, আবার ভালও লাগলো যে সে কাউকে পেয়ে সুখে আছে। দোয়া রইলো তার জন্য। কিন্তু এই খবর আমার বউয়ের কান পর্যন্ত গেলে আমার জন্য কে দোয়া করবে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




