রুমানা অনেক বছর পর ফিরে এল গ্রামের বাড়িতে। বৃদ্ধ বাবার চোখে জল, মুখে কেবল একটিই কথা—"তুই ভালো আছিস তো মা?"
শহরের চাকচিক্য, ক্যারিয়ার, ব্যস্ততা—সব হার মেনেছিল বাবার কাঁপা গলায় বলা এই প্রশ্নের কাছে।
রুমানা বাবার হাত ধরল, বলল, “এবার আর একা রাখব না তোমাকে।”
সেই রাতেই বাবা ঘুমিয়ে গেল—চিরদিনের জন্য।
রুমানা জানত না, ফিরে আসা মানেই সব ঠিক হয়ে যাবে না।
কিছু প্রাপ্তি কেবল সময়ের সঙ্গে মেলে না—হারিয়ে যায় চিরতরে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


