প্রিয়তমা,
তোমাকে বলা হয়নি অনেক কিছুই। প্রতিদিন চোখে চোখ রাখি, অথচ হৃদয়ের গোপন কথাগুলো মুঠোফোনের পর্দায় আটকে থাকে। আজ বলতে ইচ্ছে করছে—তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার সকালবেলার রোদ, নিঃশব্দ দুপুর, আর গভীর রাতের নীরবতা।
তোমার হাসি আমাকে নতুন করে বাঁচতে শেখায়, আর তোমার অভিমান আমাকে আমার অসহায়তাকে চিনিয়ে দেয়। এই পৃথিবীতে হাজার ব্যস্ততার মাঝে, একমাত্র তোমার খোঁজটুকুই আমার সত্যি লাগে।
তুমি থাকলে আমি সম্পূর্ণ, আর না থাকলে—শুধুই অসম্পূর্ণ একটি গল্প, যে গল্পে শেষ নেই, শুরু নেই, শুধু অপেক্ষা।
ভালো থেকো সবসময়, আমার হৃদয়ের গভীরতম ভালোবাসা নিয়ে—
তোমার, কেবল তোমারই একজন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


