
**"কে বলেছে, জীবন থেকে আমি কিছুই পাইনি?
পেয়েছি রুদ্ধশ্বাসে মোড়া এক দীর্ঘ অধ্যায়—
নিরব চিৎকার, কণ্ঠহীন কান্না,
চোখের কোণে গোপনে গড়িয়ে পড়া দুইটি নদী।
পেয়েছি অসহায়ত্ব বরণ করার শত শত মুহূর্ত,
যা আজো বুকের ভেতর পোড়া দাগ হয়ে রয়ে গেছে।
পেয়েছি মৃত্যুর দারপ্রান্তে পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা,
যা জীবনের প্রকৃত রূপটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে।
হ্যাঁ, আমি অনেক কিছুই পেয়েছি—
কষ্টে মোড়া এক বর্ণময় জীবন।"**
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২৫ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


