বাবা—একটি শব্দ, যার মাঝে লুকিয়ে আছে আকাশসম আশ্রয়, পাহাড়সম ভরসা, আর নদীর মতো শান্ত ভালোবাসা।
ছোটবেলায় যার কাঁধে চড়ে আমরা পৃথিবী দেখি,
যার একজোড়া শক্ত হাত ধরে হাঁটতে শিখি—
সেই মানুষটিই হয়তো কখনো মুখে বলেন না “ভালোবাসি”,
কিন্তু দিনের পর দিন নিঃশব্দে নিজের স্বপ্ন বিসর্জন দেন শুধুমাত্র আমাদের হাসিমুখ দেখার জন্য।
বাবা মানে— না বলা হাজার কথা, নিজেকে আড়াল রেখে পরিবারের স্বপ্ন গড়ে তোলা এক যোদ্ধা, ক্লান্ত চোখে রাত জাগা, সন্তানের ভবিষ্যতের জন্য নিরব লড়াই।
আজ বাবা দিবসে একটা কথাই বলি— "বাবা, তোমার ছায়া যেন কখনো না সরে আমার জীবন থেকে।
তুমি আমার বেঁচে থাকার প্রেরণা, আমার অহংকার, আমার ভালোবাসা।"
শুভ বাবা দিবস!
আজ, আগামীকাল এবং সারাজীবন—তুমি আমার শ্রদ্ধা আর ভালোবাসার একমাত্র নাম। ❤️
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


