হারিয়েছি তাকে গোধূলির বাঁকে,
স্মৃতিরা জেগে ওঠে চুপিচুপি ডাকে।
হয়নি দেখা আর সেই চোখে চোখে,
শুধুই বেদনারা ঘুরে ফিরে বুকে।
ব্যথাতুর আঁখি আজো পথ চেয়ে থাকে,
মেঘলা আকাশে সে মুখ খুঁজে ডাকে।
চলে গেছে দূরে, তবুও মনে,
তার ছায়া ভাসে বিষণ্ণ ক্ষণে।
তবুও আশায় থাকি প্রতিক্ষণে,
হয়তো সে ফিরবে হারানো বাঁকে।
পাই যদি আবার একটিবার তার,
নীরব চাহনিতে বলা হবে কথা হাজার।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


