
হঠাৎ একদিন থেমে যাবে জীবন, এক নিঃশ্বাসে, এক চোখের পলকে...
যেমন দীর্ঘপথ পাড়ি দিয়ে ট্রেন একদিন তার গন্তব্যে এসে দাঁড়ায়,
তেমনি হাজারো ছোটাছুটি, ক্লান্ত পদক্ষেপের পর
জীবনও একদিন পৌঁছে যাবে তার নির্ধারিত শেষ প্রান্তে।
সেইদিন থেমে যাবে সব ব্যস্ততা,
নিঃশেষ হবে চাওয়া-পাওয়ার সকল হিসাব,
থেমে যাবে শব্দ, নিস্তব্ধতায় মিশে যাবে সমস্ত উচ্চারণ।
স্বপ্নেরা ঝরে পড়বে নিঃশব্দে, পাতাঝরা দিনের মতো।
আর মানুষ... শুধু স্মৃতি হয়ে থেকে যাবে কিছু মুখে, কিছু মনেতে।
…………………………………………………………………………ইয়া আমিন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


