
পত্রিকার নিউজ মেন্যু বার এর মধ্যে বিনোদন নামে একটি মেনু আছে। সেখানে চলচ্চিত্র জগতের সকল খবার প্রকাশিত হয়। যারা ওয়েব ডিজাইন জানেন বা সিএমএস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন- ওয়াডপ্রেস) সম্পর্কে জানেন তারা ভালো বুঝবেন। যখন একটি লেখা অনলাইনে পাবলিশ করা হয় তখন সেখানে ক্যাটাগরি সিলেক্ট করার ব্যবস্থা থাকে। ঐ লেখাটি কোন ক্যাটাগরিতে এবং পরবর্তীতে কোন মেন্যুতে গেলে পাওয়া যাবে তা নির্দেশ করে।

যেমন পত্রিকার মেন্যুবারে নিউজ এর ক্যাটাগরি করা আছে। যেমন- খেলাধুলার খবর হলে সেটি ‘খেলা’ ট্যাব বা মেন্যুতে দেখা যাবে আবার চাকুরির খবর হলে সেটি চাকুরি মেন্যুতে দেখা যাবে। তেমনি বিনোদন বা চলচ্চিত্র জগতের খবর হলে সেটি দেখা যাবে বিনোদন মেন্যুতে। এই মেন্যুগুলোর নাম প্রায় সব পত্রিকায় একই রকম থাকে।
এখন কথা হলো- আমাদের চলচ্চিত্র জগতের নায়িকা পরীমনিকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। তিনিও তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। আমি ফেসবুকে বিষয়টা ভাইরাল হতে দেখেছি। পত্রিকার অনলাইন ভারসনগুলোতে খবরটা পেতে বেগ পেতে হলো। কারণ- প্রায় সব পত্রিকার বিনোদন ক্যাটাগরিতে চাপা হয়েছে। তাই বিনোদন ট্যাবে গেলে নিউজটি দেখা যায়। এখন কথা হলো- বিনোদন মানে তো আনন্দ। চলচ্চিত্রে যারা অভিনয় করেন তারা আমাদের বিনোদন দেন। কিন্তু তারাতো আমাদের মত রক্ত মাংসের মানুষ। তাদেরও ক্ষুধা, রোগ, শোক, আনন্দ- বেদনা আছে। এখন কথা হলো- তারা মারা গেলেও কি সেটা বিনোদন হবে! তারা ধর্ষিত হলেও কি সেটা বিনোদন হবে!
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২১ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


