নতুন ব্যবহারকারী হিসেবে Somewhere in Blog -এ ভালই ভাল যাত্রা শুরু করলাম। বেশ ভালই লাগে স্বাধীনভাবে মত প্রকাশের একটা মাধ্যম দেখে। আগে নিয়মিত blogging করতাম YAHOO 360-তে। পরবর্তীতে YAHOO কর্তৃপক্ষের হেয়ালীপনার সাথে সাথে আমার blogging জীবনের সমাপ্তী রচীত হয়। জৈনক এক ছোট ভাইয়ের মাধ্যমে আমি ফিরে এলাম blogging এর জগতে তবে বাংলায়; ভাবতে বেশ ভালই লাগে প্রযুত্তির উৎকর্ষতা দেখে। ধন্যবাদ জানাই সেই সব ব্যাত্তিকে যাদের এই কষ্টের প্রয়াসে বাংলা ভাষায় blogging এর সুযোগ করে দেওয়ার জন্য।
Somewhere in Blog এর ট্যাগ লাইনটা বেশ ভাল দেখায় "বাঁধ ভাঙার আওয়াজ"। আসলেই এখানকার ব্লগ গুলো দেখে এমনই মনে হয়। আজ অফিসে বসে বসে বাংলা টাইপ প্র্যাকটিস বেশ ভালই হয়েছে। অনেক দ্রুত টাইপ করা শিখে গেলাম। ধন্যবাদ জানাতে হয় ওয়াসিফ -কে।
অফিসে বসে আজ কিছু ব্লগ পরলাম, খুব গুনগত মান সম্পন্ন। শেয়ার করার মতন কিছু ঘটনা যেমন এক ভাইয়ের ফিলস্তিন নিয়ে একটা ব্লগ এবং বাংলাদেশ এর বর্তমান প্রেক্ষাপট সর্ম্পকিত একটা ব্লগ বেশ ভাল লেগেছে। একবারের জন্যও মাথাই আসেনি আমি একটা ব্লগ পড়ছি, মনে হয়েছে একটা গবেষণার একটি থিসিস পাঠ করছি, খুব ইচ্ছে ছিল উনাদের ধন্যবাদ জানাতে, কিন্তু নতুন হওয়াতে আমাকে এখনও উই ক্ষমতা দেওয়া হয়নি। যাইহোক, আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হবে অতি শিগ্রই।
আমার জন্য কোন পরামর্শ থাকলে দয়া করে জানাবেন।
||||শুভ রাত্রি||||
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




