যেই ব্যাটা আপনার এত শখের ক্যামেরা নিলো, ওরে এবার খাইছি। এমন একটা অসাধারণ ওয়েবসাইটের খোঁজ দিচ্ছি আপনাকে, যেটা ওই ব্যাটাকে কানমলা দিয়ে আপনার হাতে ছেড়ে দেবে।
প্রত্যেকটা ক্যামেরা যখন অনলাইনে ছবি শেয়ার করে তখন ছবির ভিতরে মেটা ডাটা হিসেবে এর একটা ইউনিক সিরিয়াল নাম্বার স্টোর করে রাখে। তো আপনাকে যা করতে হবে তা হল, এই সাইটটাতে আপনার হারানো ক্যামেরার একটা পুরোনো ছবি আপলোড করুন। আর, আপনার ক্যামেরা থেকে যখনই কোন নতুন ছবি অনলাইনে শেয়ার করা হবে, তখন এই সাইটের মাধ্যমে আপনি তা খুঁজে পেতে পারেন।
সিম্পল সিস্টেম তাই না? তখন আপনি ওকে চার্জ করতে পারেন যে কেন সে কালোবাজার থেকে ক্যামেরা কিনল !! বা আসলে ও ব্যাটাই ক্যামেরা চুরি করেছে কী না !!
http://www.stolencamerafinder.com
ওয়েবইউজার ২০১১ এর একটা কলাম থেকে খবর টা পেলাম। নিজস্ব অনুবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




