এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ‘গণমাধ্যমের শত্রু’ বলে আখ্যায়িত করেছে সাংবাদিকদের ছয়টি সংগঠন। একই সঙ্গে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এর আগে জ.ই. মামুন সহ হামলার ঘটনায় জড়িত এটিএন এর সাংবাদিকদেরকে বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার ও গতকালের মানববন্ধনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
আগের কাহিনী সবাই জানেন। সাংবাদিক ভাইদেরকে মনে করা হয় সরকার ও জনগণ উভয়ের পথপ্রদর্শক। সাংবাদিকরা সরকার ও জনগণের ভুল দেখিয়ে দেন এবং মিথ্যা থেকে সত্যকে আলাদা করেন।
কিন্তু জ.ই. মামুন এর মত সিনিয়র সাংবাদিক যদি মাহফুজুর রহমানের টাকার কাছে বিক্রি হয়ে নিজের সহকর্মী আর বন্ধু সাংবাদিকদের উপর হামলে পড়তে পারে তখন তো হতাশ হওয়া ছাড়া আর কোন উপায় থাকেনা।
তাই আসুন, এক হই, প্রতিরোধ গড়ে তুলি, মাহফুজ-মামুন সহ এটিএন বাংলা ও নিউজ বর্জন করি। সাংবাদিক সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে সোচ্চার হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



