যারা উইন্ডোজ ভিক্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে করতে অনেকটাই বিরক্ত বা যারা ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান তাদের জন্য আমি লিনাক্সের দুইটি জনপ্রিয় ভাসর্ন কিভাবে বিনামূল্যে সংগ্রহ করা যায় তা বলছি
উবুন্টু ৮.০৪
উবুন্টুর নুতুন ভাসর্ন এর জন্য নিম্নের ঠিকানায় লগইন করুন
উবুন্টু সংগ্রহ করুন
এখানে একটা account খুলে order দিন। আর ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে পেয়ে যান উবুন্টুর অপারেটিং সিস্টেম।
ফেডোরা ৯
ফেডোরার নুতুন ভাসর্ন এর জন্য ভিজিট করুন
ফেডোরা বাংলাদেশ
প্রতি মাসের প্রথম সপ্তাহে ফেডোরার ডিভিডি সংগ্রহের জন্য আবেদন করা যায়।মনে রাখতে হবে ফেডোরার ডিভিডি অল্প পরিমানে দেওয়া হয়, তাই মাসের প্রথম থেকেই খেয়াল রাখতে হবে।
আর যাদের ইন্টারনেটের স্পীড অনেক বেশি তারা এক মাস অপেক্ষা না করে ডাউনলোড করে নিতে পারেন একই ঠিকানা থেকে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




