
উপরে যে ছবিটি দেখছেন, তা সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ)-এর আমলের, প্রায় ৮০০ বছরের পুরনো। তিনি হযরত
শাহ জালাল (রহ)-এর সাথে সিলেট জয়ের সময়ে বাংলায় এসেছিলেন। তিনি যখন তাঁর বাবা'র সাথে ভারতীয় উপমহাদেশে আসেন, তখন কাগজে লেখা 'নসবনামা' বা 'বংশীয় লতিকা' দ্বারা প্রমাণ হয়েছিলো, তাঁরা নবীজির বংশধর। এই নসবনামা এখনো আমার নানু'র বাড়ি হবিগঞ্জে রক্ষিত আছে। বাংলায় আগত প্রত্যেক সৈয়দ-দের নসবনামা আছে।
আমি এই সম্পর্কে জানার পর থেকে নিজের বংশের নসবনামা অনুসন্ধান করা শুরু করি, এবং জানতে পারি, আমাদের বংশনামা মাত্র ২০০ বছর আগের। এর আগে বংশে কে ছিলেন তা জানতে পারিনি এখনো।
আমাকে আমার নানুরবাড়ির একজন সৈয়দ যিনি তাঁর বাড়ির নসবনামা সংরক্ষণ করেন, আজ বলেছেন, অনেক সৈয়দ লেখা ব্যক্তিদের নসবনামা মাত্র ২০০ বছর আগের। তাঁরা কীভাবে আরব রাজ্য থেকে এই দেশে এসেছেন, তা জানা যায় না। ২০০ বছর আগের কোন বংশ লতিকা তাঁরা কখনো দেখাতে পারেন নাই!
তাহলে?
নিচে আমি সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ)-এর আরেকটি বাড়ির ১৭০০ শতকের একটি নসবনামা দেখালাম।

আপনি ইচ্ছা করলে, 'family tree online' লিখে গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইটের নাম পাবেন যেখানে নিজের বংশলতিকা সংরক্ষণ করে রাখতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



