মানব সৃষ্টির বিস্ময়কর অবদান টাইটানিক। ঐতিহ্যবাহী এই টাইটানিক কে আজকের প্রজন্মের কাছে এক প্রকার অবিশ্বাস্য আবিস্কার বলেই মনে হয়।
২।
টাইটানিকের পাথর সমান হৃদয় বিশিষ্ট ক্যাপ্টেন। যার নির্দেশেই শুধুমাত্র মহিলা ও শিশুরা বেঁচে যায় এবং পুরুষদের প্রাণ যায়।
৩।
![]()
মিস্টার ডব্লিউ হার্টলি। যিনি গর্ব করে বলে ছিলেন এই জাহাজ একখন্ড সোলার মত স্বয়ং সৃষ্টিকর্তাও একে ডোবাতে পারবে না।
৪।
![]()
টাইটানিক পরিচালনার দায়িত্ব প্রাপ্ত প্রধান টিম বৃন্দ।
৫।
![]()
পরিপূর্ণ টাইটানিকে একটি বিশেষ ছবি যেটি পত্র পত্রিকায় প্রথম দৃষ্টিগোচর হয়।
৬।
![]()
জাহাজ ওঠার সময় যাত্রীগণ।
৭।
![]()
জাহাজটি আসলে কত বড় ছিল তা এই ছবিটা না দেখলে বুঝতেই পারবেন না।
৮।
![]()
প-প-প-প-প-প-প ছেড়ে দিচ্ছে টাইটানিক।
৯।
![]()
এই সেই বরফ ঘাতক বরফ খন্ড। উপড়ে যতটুকু দেখছেন সেটা আসলে মুখোশ। বরফটির মূল রুপ ছিল পানির তলায়।
১০।
![]()
টাইনিকে রাখা লাইফ বোটের একাংশ। ঘোষণা দিয়েছিল কোন দিনও ডুববে না তারপরও কেন লাইফবোট লাইফ জ্যাকেট রাখল বুঝলাম না।
১১।
![]()
দূর্ঘটনায় পতিত টাইটানিক।
১২।
![]()
অর্ধেক ডুবন্ত অবস্থায়।
১৩।
![]()
টাইটানিক নিয়ে সেই বিখ্যাত ছবির একটি দৃশ্য।
১৪।
সাগর তলায় পতিত টাইটানিক। মানুষের করা সকল গর্ব চূর্ণ করে।
১৫।
![]()
ধংস্বকৃত টাইটানিকের ভেতরের একটি অংশ।
১৬।
![]()
অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে মাঝখান ভাঙা টাইটানিক।
১৭।
![]()
আত্ম অহংকার ভয়ংকরে এটা তারই প্রমান।
১৮।
![]()
শিল্পীর তুলিতে টাইটানিক।
১৯।
![]()
অনুসন্ধানী দল।
গর্ব নয় বিনয় করি, বিফল হইলেও যেন থাকি সবার হৃদয়ে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




