অভ্রতে অনেক লে-আউটেই লেখা যায়, কিন্তু বিজয় লে-আউট টাতে লেখা যায় না। কপিরাইট আইন ভংগ হবে বলে অভ্রের লোকজন এটা বানায় নি।
তবে আমি কাজের সুবিধায় কাছাকাছি একটা লে-আউট বানিয়ে ফেলেছি। যারা বিজয়ে অভ্যস্ত তারা এখান থেকে জয়ী লে-আউটটা ডাউনলোড করতে পারেন।
তবে বিজয় কী বোর্ডে ও লিখার জন্য X বোতাম চাপতে হয়। সেটা লিখার জন্য জয়ীতে shift + X চাপতে হবে। ইচ্ছা করলে ডাউনলোড এর পর আপনি যে কোন কিংবা সব কী বদলাতে পারবেন
এছাড়াও বিতর্কিত ইউনিবিজয় লে-আউটটা ডাউনলোড করুন এখান থেকে ।
এছাড়াও অন্যসব লে-আউটগুলো ডাউনলোড করুন এখান থেকেঃ
১.অভ্র ইজি
২.বর্ননা
৩.মুনীর
৪.জাতীয় লে-আউট
৫.প্রভাত
৬.দি বস লে-আউট ডেভলাপার অর্ণব মুখার্জী
৭.স্বাধীন লে-আউট ডেভলাপার অর্ণব মুখার্জী
আপনি নিজে কি কোনো লে-আউট বানিয়েছেন ? তাহলে কমেন্টে আপলোড করে দিন না। আমার পোষ্ট রেগুলার আপডেট হবে, নতুন কোনো লে-আউট পেলেই ঢুকিয়ে দিব।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



