লেখার ভাষা হারিয়েছি অনেক
আগেই
এখন ভালো মনেও পড়েনা কোনো
স্মৃতি
যেগুলো ছিলো তোমায় ঘিরে।
বারান্দা থেকে প্রতিদিন দেখি
নীল-আকাশ
অনূভুতি জানান দেয় দক্ষিণের বাতাস
কানে ভাসে সে বাতাসের শব্দ।
শুনি মানুষের জীবনের কোলাহল
অনুভব করি তারা আপন-আলয়ে ব্যাস্ত।
কিন্তু যখনি সন্ধা নেমে আসে এই
পৃথিবীজুড়ে আর তখন আস্তে আস্তে সব
কোলাহল যায় থেমে তখন যেগে ওঠে
তোমার প্রতি আমার ভালোবাসা
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




