মাথা ঘামান - আপনার ব্রেইনের সুস্থতা এবং কর্মক্ষমতা বাড়ান।
ধাঁধাঁ নং ১
রোনালদোর নতুন গার্লফ্রেন্ড রোনালদোকে জিজ্ঞাসা করল, তুমি এবছর ক্লাবের হয়ে কতগুলো গোল করেছো?
রোনালদোর উত্তর: গোল সংখ্যাকে যদি অসমান ভাবে ২ ভাগে ভাগ কর তবে দুইভাগের বর্গের অন্তরফল হবে ২ ভাগের অন্তরফলের ৫৫ গুন। মেয়েটির মাথা হ্যাং হয়ে গেলো। সে বলল আমি এতো হিসেব করতে পারব না তুমি বলে দাও কতটি গোল করেছ। রোনালদোও কম যায় না (প্রতিমাসে যার গার্লফ্রেন্ড পরিবর্তনের অভ্যাস)
আপনারা কি মেয়েটিকে সাহায্য করতে পারবেন, রোনালদো আসলে কতটি গোল করেছিলো?
ধাঁধাঁ নং ২
চার ভাই, কয়েন সংগ্রহ করে জমানো তাদের সখ।
ক ৫০ ইয়েনের কয়েন সংগ্রহ করে রাখে।
খ ১০ ইয়েনের কয়েন সংগ্রহ করে রাখে।
গ ৫ ইয়েনের কয়েন সংগ্রহ করে রাখে। এবং
ঘ ১ ইয়েনের কয়েন সংগ্রহ করে রাখে।
একদিন তাদের চাচা তাদের চারজনকে ডেকে বলল, "তোরা তো কয়েন সংগ্রহ করিস, আমার হাত বড়ই খালি যাচ্ছে, আমাকে কিছু কয়েন দে"।
চাচার মেধাকে যাচাই করার জন্য বুদ্ধিমান ক বলল, "চাচা, আপনি যদি আমাদের চারজনের কাছ থেকে ১০০ টী কয়েন সমান ১০০০ ইয়েন নিতে পারেন, তাহলে আমরা বিনাশর্তে কয়েনগুলি দিয়ে দিব।"
তাদের চাচা ঠিকই ১০০ টি মুদ্রায় ১০০০ ইয়েন নিয়ে নিলেন।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




